হাফলংয়ে হাগ্রামা

বিধানসভাকে নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আগামী ৭ ডিসেম্বর একদিনের সফরে হাফলং আসছেন রাজ্যে নতুন ভাবে তৈরি রাজনৈতিক জোট ‘ইউনাইটেড পিপল্স ফ্রন্ট’ (ইউপিএফ)-এর সভাপতি তথা বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাফলং শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ০৩:৪৪
Share:

বিধানসভাকে নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আগামী ৭ ডিসেম্বর একদিনের সফরে হাফলং আসছেন রাজ্যে নতুন ভাবে তৈরি রাজনৈতিক জোট ‘ইউনাইটেড পিপল্স ফ্রন্ট’ (ইউপিএফ)-এর সভাপতি তথা বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি। রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর সমান অধিকার ও রাজনৈতিক দাবিগুলিকে শক্তিশালী করতে হাগ্রামার নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দল তৈরি করা হয়। ডিমা হাসাওয়ের ‘হিল স্টেট ডিমান্ড কমিটি’ও এর অঙ্গ। কমিটির ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি কেবারন নাইডিং বলেন, ‘‘হাগ্রামা ৭ ডিসেম্বর হাফলং নগর সমিতির মাঠে এক জনসভায় অংশ নেবেন। এই জনসভা থেকেই রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন হাগ্রামা।’’ জনসভায় অনান্যদের মধ্যে উপস্থিত থাকবেন ইউপিএফের কার্যবাহী সভাপতি তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ জয়ন্ত রংপি, ইউপিএফের দলের সাধারণ সম্পাদক রঞ্জু পেগু, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্ম, রাজ্য সভার সাংসদ বিশ্বজিৎ দৈমারি প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement