২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসের কথা গানে-গানে বরাক উপত্যকাকে জানায় বাংলা-ব্যান্ড ‘দলছুট’। প্রথমে গান গেয়ে গেয়ে রাস্তায় ঘুরত দলের শিল্পীরা। এখন তিন দিন ধরে হরেক গানের আসর বসে। কোনও দিন আড্ডা, কোনও দিন আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান। তাঁদের নিজস্ব অনুষ্ঠানও থাকে। এ বারও বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে শিলচরে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছেন দলছুটের শিল্পী-সংগঠকরা।
সায়ন বিশ্বাস, সায়ন চক্রবর্তী, পাপলু দাসরা জানান, এ বার আটটি গানের একটি অ্যালবাম তৈরি করা হচ্ছে। কাজ চলছে ওয়েব ডিজাইনেরও। ১৯ জুন অ্যালবাম উন্মোচন ও ওয়েবসাইট চালু করতে চাইছেন তাঁরা। সঙ্গে গোলদীঘি মলে নতুন প্রজন্মকে নিয়ে বসবে গানের আড্ডা।
পর দিন সন্ধেয় দেড় ঘণ্টার অনুষ্ঠান ‘গানের খেলাঘর’। পরিচালনা করবেন দোহার-খ্যাত কালিকাপ্রসাদ ভট্টাচার্য। সেই অনুষ্ঠানের জন্য পাঁচ দিনের কর্মশালা করবেন কালিকা। সেখান থেকেই তৈরি হবে গান নিয়ে খেলার দল। লোকগীতি, শাস্ত্রীয়, রবীন্দ্র সঙ্গীত, ইংরেজি— সব কিছুই থাকবে ওই দলে। পরে গাইবেন শুভপ্রসাদ নন্দী মজুমদার, বিশ্বজিৎ রায়চৌধুরী ও কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ২১ জুন দলছুট-এর অনুষ্ঠান। সেখানে এ বারও নতুনত্ব থাকবে বলে জানিয়েছেন সংগঠক বিশ্বরাজ ভট্টাচার্য।