গয়ায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এক নির্বাচনী সভায় গত কাল সন্ধ্যায় দেখা গিয়েছিল প্রাক্তন পুরপিতা তথা দলের সংখ্যালঘু সেলের প্রধান জাভেদ খানকে। মুখ্যমন্ত্রী সভায় হাজির হওয়ার আগে মিনিট পনেরো বক্তৃতাও করেন তিনি। নীতীশ তাঁর বক্তৃতা শুরুর আগে প্রাথমিক সম্ভাষণে উপস্থিত দলীয় নেতাদের নাম পর পর বলে যান। উল্লেখ করেন জাভেদ খানের নামও। এরপরেই একটি খুনের মামলায় পুলিশের খাতায় ‘ফেরার’ ওই নেতাকে নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী সভাস্থল ছাড়ার পরই জনৈক নৌসাদ খান খুনের মামলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। রাতেই গয়ার মুখ্য বিচারবিভাগীয় বিচারকের বাড়িতে আদালত বসিয়ে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়।
গয়ার এসএসপি নিশান্ত তিওয়ারি বলেন, “এই ব্যক্তির নামে গত এপ্রিলে একটি খুনের মামলা দায়ের হয়। তাঁকে গয়ার সিভিল লাইন এলাকা থেকে কাল সাতটার পরে গ্রেফতার করা হয়। এক ব্যবসায়ী খুনের ঘটনায় জাভেদ খান-সহ তিনজনের নামে এফআইআর আছে।”
এই জাভেদ খান দু’বছর ধরে জেডিইউয়ে রয়েছেন। তাঁর দলের নেতাকে এমন একটি পরিস্থিতিতে গ্রেফতারের পরে নীতীশ কুমার আজ বলেন, “রাজ্যে যে সুশাসন চলছে এটা তারই প্রমাণ। এটা থেকে স্পষ্ট, প্রশাসন কোনও ভাবেই অপরাধীকে আড়াল করতে চায়নি। আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।” তাঁর দলের এমন এক নেতা একই মঞ্চে হাজির, এ কথা মুখ্যমন্ত্রী জানতেন কী না এই প্রশ্নের জবাবে নীতীশ বলেন, “একজন মানুষের পক্ষে সকলের খবর রাখা সম্ভব নয়। বিষয়টি দলের রাজ্য সভাপতি দেখছেন।”