পুকুর থেকে এক দম্পতির দেহ উদ্ধার করল পুলিশ। অসমের তিনসুকিয়া জেলার এই ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, আজ সকালে মাকুমের চোট হাপজান এলাকায় একটি পাথরকুচি কারখানার পাশের পুকুরে মুকেশ তিওয়ারি ও তাঁর স্ত্রী, রিংকি বরুয়া তিওয়ারির মৃতদেহ মেলে। মুকেশবাবু ওই কারখানার কর্মী ছিলেন। পুলিশের সন্দেহ, দু’জনকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা আজ মাকুম-ডুমডুমা সড়ক অবরোধ করে।