দিল্লিতে রেস্তোঁরায় সংঘর্ষ, হত দুষ্কৃতী

পুলিশ ও দুষ্কৃতীর মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ হারাল এক দুষ্কৃতী। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির নিউ রাজেন্দ্র নগর এলাকার একটি রেস্তোঁরায়। পুলিশ জানিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত সন্দেহে মনোজ নামে ওই দুষ্কৃতীকে আগে থেকেই খুঁজছিল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০২:৫৪
Share:

পুলিশ ও দুষ্কৃতীর মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ হারাল এক দুষ্কৃতী। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির নিউ রাজেন্দ্র নগর এলাকার একটি রেস্তোঁরায়। পুলিশ জানিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত সন্দেহে মনোজ নামে ওই দুষ্কৃতীকে আগে থেকেই খুঁজছিল তারা। তাদের কাছে আগাম খবর ছিল যে মনোজ ওই রেস্তোঁরায় আছে। এ দিন রাতে সে খবর পেয়ে যখন ওই রেস্তোঁরায় ঢুকে পুলিশ মনোজকে গ্রেফতার করতে যায়, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে সে। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলির লড়াইয়ে জখম হয় মনোজ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনা চলাকালীন ওই রেস্তোঁরায় ছিলেন অন্য অতিথিরাও। গুলির লড়াইয়ে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement