গোদালার স্ত্রীর ঘোষিত সম্পত্তি প্রায় তিন কোটি

শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) বহু কোটি টাকার দুর্নীতির মামলায় অভিযুক্ত গোদালা কিরণকুমারের স্ত্রী সামান্যাদেবীর ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। চলতি লোকসভা ভোটে অন্ধ্রপ্রদেশ (সীমান্ধ্র) থেকে ওয়াইএসআর কংগ্রেসের টিকিটে লড়ছেন সামান্যাদেবী। প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করার সময় সম্পত্তির খতিয়ানও জমা দিতে হয়েছে। সেখানেই তিনি সম্পত্তির এই পরিমাণের কথা জানিয়েছেন। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর সোনার পরিমাণ ৬ কেজি। হলফনামায় দাবি করা হয়েছে, ওই সোনার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ছাড়াও তাঁর জমিও রয়েছে।

Advertisement

কিশোর সাহা

শিলিগুড়ি শেষ আপডেট: ১০ মে ২০১৪ ০৩:০৭
Share:

নিজের কেন্দ্রে ভোট প্রচারে সামান্যা। ছবি: ফেসবুকের সৌজন্যে।

শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) বহু কোটি টাকার দুর্নীতির মামলায় অভিযুক্ত গোদালা কিরণকুমারের স্ত্রী সামান্যাদেবীর ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। চলতি লোকসভা ভোটে অন্ধ্রপ্রদেশ (সীমান্ধ্র) থেকে ওয়াইএসআর কংগ্রেসের টিকিটে লড়ছেন সামান্যাদেবী। প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করার সময় সম্পত্তির খতিয়ানও জমা দিতে হয়েছে। সেখানেই তিনি সম্পত্তির এই পরিমাণের কথা জানিয়েছেন। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর সোনার পরিমাণ ৬ কেজি। হলফনামায় দাবি করা হয়েছে, ওই সোনার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ছাড়াও তাঁর জমিও রয়েছে।

Advertisement

সামান্যাদেবী অন্ধ্রপ্রদেশে খাম্মাম জেলায় গিয়ে ‘সামান্যা কিরণ ফাউন্ডেশন’ নামে সংস্থা গড়ে ‘সমাজসেবামূলক’ কাজ করছেন। এ ছাড়া লেখালেখি ও স্নাতকোত্তর স্তরে শিক্ষকতাও করেন। কিছু দিন আগেই তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। তাঁর স্বামী গোদালা কিরণকুমার আইএএস অফিসার। তিনি যে সময়ে এসজেডিএ-র মুখ্য কার্যনির্বাহী অফিসার ছিলেন তখনই ওই সংস্থায় বহু কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। পরে গোদালা মালদহের জেলাশাসকের দায়িত্ব পান। তবে এসজেডিএ-র দুর্নীতির তদন্তে গোদালাকে শিলিগুড়িতে ডেকে পাঠিয়ে দীর্ঘ জেরার পরে গ্রেফতার করা হয়েছিল। তার পরপরই তিনি অবশ্য জামিনও পেয়ে গিয়েছিলেন। সে সময়ে গোদালাকে মালদহের জেলাশাসক পদ থেকে সরিয়ে ‘কম্পালসারি ওয়েটিং’-এ পাঠায় রাজ্য। প্রশাসনিক সূত্রের খবর, তখন মহাকরণে অফিস পেলেও সেখানে তাঁকে খুব একটা দেখা যায়নি।

সরকারি সূত্রের খবর, সামান্যাদেবীর সম্পত্তি সংক্রান্ত হলফনামার খবর রাজ্য সরকারের শীর্ষ পর্যায়ের নেতা-কর্তারাও জানেন। রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, এসজেডিএ দুর্নীতি-কাণ্ডে গোদালা কিরণ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। তদন্ত করছে সিআইডি। তারা যথাসময়ে অভিযুক্তদের সকলের সম্পত্তির উৎস খতিয়ে দেখবে। তৃণমূল নেত্রী তথা এসজেডিএ-র বোর্ড সদস্য জ্যোৎস্না অগ্রবাল জানান সংস্থার প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের স্ত্রী যে ওয়াইএসআর কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন তা তিনি জানেন। তিনি বলেন, “তা নিয়ে কিছু বলার নেই। তবে এটুকু বলতে পারি, এসজেডিএ-র যে টাকা নয়ছয় হয়েছে তা উদ্ধার করতে তদন্তকারী সংস্থাকে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

Advertisement

সামান্যাদেবীকে অবশ্য ওয়াইএসআর কংগ্রেসের তরফে অন্ধ্রের রাজনীতিতে তুলনামূলক ভাবে টিডিপি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চিততোড় লোকসভা কেন্দ্রের টিকিট দেওয়া হয়। গত ৭ মে সেখানে ভোট হয়েছে। সম্প্রতি এসজেডিএ-র প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তাঁর ব্যক্তিগত ‘ফেসবুক’ অ্যাকাউন্টে সেই ভোট প্রচারের ছবিও জুড়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement