ভিন রাজ্যে পালিয়েও শেষরক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ল মণিপুরের জঙ্গি সংগঠন ‘ইউনাইটেড রেভেলিউশনারি ফ্রন্ট’ (ইউআরএফ)-এর চেয়ারম্যান কে ব্রজেন ওরফে খেলেন। কাছাড় জেলার কালাইনের ডুঙ্কুর গ্রাম থেকে গত কাল পুলিশ তাকে গ্রেফতার করেছে। এসপি রাজবীর সিংহ জানান, মণিপুর রাজভবনে বোমা রাখা গাড়ি ঢোকানো, অন্য কয়েকটি বিস্ফোরণ, তোলাবাজি, হত্যা, অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল এই খেলেন। এর আগে ২০১১ সালে অসম পুলিশের হাতে ধরা পড়েছিল সে। পরে জামিনে মুক্তি পেয়ে ফের খেলেন কেসিপি (মেইতেই) সংগঠনের হয়ে মণিপুরে জঙ্গি কার্যকলাপ শুরু করে। পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালে কেসিপি (মেইতেই) ত্রিপাক্ষিক সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু ব্রজেন ও তার কয়েকজন সঙ্গী ইউআরএফ নামে নতুন সংগঠন তৈরি করে নাশকতা চালিয়ে যায়।
হদিস মেলেনি এনামের। নাগাল্যাণ্ডে অপহৃত পাথারকান্দির এনামউদ্দিনের হদিস খুঁজে বের করতে দরজায় দরজায় ঘুরছেন ওই যুবকের মা-বাবা। করিমগঞ্জের জেলাশাসক, পুলিশ সুপার এমনকী পাথারকান্দি থানায় তাঁরা আর্জি জানিয়েছেন।