ত্রিপুরা, বাংলা, ঝাড়খণ্ড-সহ উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির উন্নয়ন একই সঙ্গে করার পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আগরতলায় তিনি বলেন, “প্রতিটি রাজ্যের ভাল জিনিসগুলি উত্তর-পূর্বের অন্য রাজ্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারলে, দ্রুত ওই অঞ্চলের উন্নয়ন হবে।”
বাম-শাসনে ত্রিপুরায় অনুন্নয়নের অভিযোগ সরব হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “২১ বছরের বামফ্রন্ট শাসনে দুর্দশায় রয়েছেন ত্রিপুরার মানুষ। এই অপশাসন শেষ করতে আমিও তাঁদের লড়াইয়ের সঙ্গী হতে চাই।” মমতার বক্তব্য, “এ রাজ্যের সমতল থেকে পাহাড়ে অনুন্নয়ন স্পষ্ট। সরকার তা নিয়ে উদাসীন।” ত্রিপুরা থেকে আজ অসমে জনসভা করতে যাওয়ার কথা থাকলেও, দলীয় কর্মসূচির পরিবর্তিন হওয়ায় সরাসরি কলকাতায় ফিরে যান তৃণমূল নেত্রী। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ত্রিপুরায় রাজনীতি বিস্ফোরক পরিস্থিতিতে রয়েছে। বাংলায় ৩৪ বছরের বাম-শাসনে যে সমস্যা তৈরি হয়েছিল, এখানে এখন তা-ই চলছে।”
কমিশনের কাছে সিপিএমের বিরুদ্ধে ‘রিগিং’-সহ এক গুচ্ছ অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় দলীয় প্রার্থী রতন চক্রবর্তী বলেন, ‘‘নির্বাচন এগিয়ে আসতেই লাল সন্ত্রাসে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা।’’ এ বিষয়ে দলীয় নেত্রীকে জানানো হয়। তাঁর নির্দেশে গত রাতেই কমিশনে অভিযোগ করেন মুকুল রায়। সুষ্ঠু ভোটের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে তিনি অনুরোধ জানান। সিপিএমের রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সিপিএমের বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেসেও। দলের মুখপাত্র অশোক সিনহার মন্তব্য, ‘‘গ্রামে গ্রামে রিগিং করেই সিপিএম ক্ষমতা দখল করে রেখেছ। লোকসভা ভোটে রিগিং না হলে, ছবিটা বদলাবে।’’