আজ রেল বাজেট

বেলা বারোটায় আজ রেল বাজেট পেশ করবেন সুরেশ প্রভু। দেখা যাবে টিভিতে। মোবাইলেও জেনে নেওয়া যাবে প্রধান বিষয়গুলি। নতুন ট্রেনের ঘোষণার বদলে পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নেই জোর দেওয়ার ইঙ্গিত মিলেছে। চমক বলতে থাকতে পারে বাতানুকূল লোকাল ট্রেনের ঘোষণা। প্রথমে মুম্বই। সাফল্য এলে পরে চেন্নাই ও কলকাতায় তা চালু হতে পারে।

Advertisement
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:০১
Share:

শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার নয়াদিল্লিতে রেলমন্ত্রী সুরেশ প্রভু। ছবি: পিটিআই

বেলা বারোটায় আজ রেল বাজেট পেশ করবেন সুরেশ প্রভু। দেখা যাবে টিভিতে। মোবাইলেও জেনে নেওয়া যাবে প্রধান বিষয়গুলি। নতুন ট্রেনের ঘোষণার বদলে পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নেই জোর দেওয়ার ইঙ্গিত মিলেছে। চমক বলতে থাকতে পারে বাতানুকূল লোকাল ট্রেনের ঘোষণা। প্রথমে মুম্বই। সাফল্য এলে পরে চেন্নাই ও কলকাতায় তা চালু হতে পারে। শহরতলির যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দেওয়ার পাশাপাশি ভর্তুকিও কমানো যাবে তাতে। এ ছাড়া, সব জোনেই মেল এক্সপ্রসে অসংরক্ষিত কামরা বাড়তে পারে। এতে অনেক বেশি যাত্রী যেতে পারবেন। আয়ও বাড়বে রেলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement