National news

গোরক্ষপুর পিকনিক স্পট নয়, রাহুলকে খোঁচা যোগীর

যে হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করতে যাওয়া রাহুল গাঁধীকে চাঁচাছোলা ভাষায় বলে দিলেন, ‘‘গোরক্ষপুর কোনও পিকনিক স্পট নয়।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ১৪:৫৭
Share:

ফাইল চিত্র।

এমনিতেই শিশু মৃত্যুর ঘটনায় দলের কাছে মুখ পুড়েছে যোগী আদিত্যনাথের। কিন্তু বিরোধীদের হাতে তিনি যে কোনও অস্ত্র তুলে দিতে রাজি নন, তা শনিবার স্পষ্ট করে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যে হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করতে যাওয়া রাহুল গাঁধীকে চাঁচাছোলা ভাষায় বলে দিলেন, ‘‘গোরক্ষপুর কোনও পিকনিক স্পট নয়।’’

Advertisement

এ দিন দুপুরে গোরক্ষপুরের ওই হাসপাতালে গিয়েছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। মৃত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেন। একই দিনে ‘স্বচ্ছ উত্তরপ্রদেশ-স্বাস্থ্য উত্তরপ্রদেশ অভিযান’-এর উদ্বোধন করতে আদিত্যনাথও সেখানে গোরক্ষপুর যান। সেখানেই রাহুলের আসা নিয়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘দিল্লিতে বসেন যুবরাজ, স্বচ্ছ অভিযানের অর্থই বোঝেন না। গোরক্ষপুর এখন তাঁদের কাছে পিকনিক স্পট। এগুলো মেনে নেওয়া যায় না।’’

আরও পড়ুন: যোগীর জবাব চায় আদালত

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement