Yashwant Sinha

Yashwant Sinha: মনোনয়নপত্র জমা দিলেন বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত, সঙ্গী রাহুল-অভিষেক

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন যশবন্ত সিনহা। সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১২:১০
Share:

ছবি সংসদ টিভি।

মনোনয়নপত্র জমা দিলেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। যশবন্তের সঙ্গে রয়েছেন রাহুল গাঁধী,শরদ পওয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব।

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করবেন যশবন্ত। সমর্থনের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দফতরে ফোন করেছিলেন বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী। বিরোধী দলের সমস্ত নেতাকে চিঠিও লিখেছিলেন তিনি। চিঠিতে যশবন্ত লিখেছেন, ‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। সাধারণ মানুষের জন্য সোচ্চার হব।’

Advertisement

অন্য দিকে, এনডিএ শিবিরে রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ২১ তারিখ ফল ঘোষণা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement