রাজধানীর পুজোয় বিশ্ব-শান্তির বার্তা

সীমান্তে রোজই যুদ্ধ-যুদ্ধ ভাব। দিল্লির পুজোয় কিন্তু শান্তির আবহ। উরির ঘটনা না হয় হালের। কিন্তু বিশ্বজুড়ে সন্ত্রাসের আবহ নতুন নয়। তাই বেশ কিছু দিন আগে থাকতেই দিল্লির পুজো-কর্তাদের অনেকেই ভেবে রেখেছিলেন, এ বারের ‘থিম’ হোক শান্তিরই।

Advertisement

অপরাজিতা মৈত্র

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৬ ০৩:১৮
Share:

করোলবাগের দুর্গামণ্ডপে মাদার টেরিজা। — নিজস্ব চিত্র

সীমান্তে রোজই যুদ্ধ-যুদ্ধ ভাব। দিল্লির পুজোয় কিন্তু শান্তির আবহ।

Advertisement

উরির ঘটনা না হয় হালের। কিন্তু বিশ্বজুড়ে সন্ত্রাসের আবহ নতুন নয়। তাই বেশ কিছু দিন আগে থাকতেই দিল্লির পুজো-কর্তাদের অনেকেই ভেবে রেখেছিলেন, এ বারের ‘থিম’ হোক শান্তিরই। থিম-পুজোর ছোঁয়াচ কলকাতার গণ্ডি পেরিয়ে প্রবাসে পড়েছে অনেক বছর আগেই। আর এ বার এই শান্তির ‘থিম’ তো আরও মানানসই হয়ে উঠেছে।

সফদরজঙ্গ এনক্লেভের মাতৃমন্দিরের পুজো। গতকাল রাতেই বিজেপি সভাপতি অমিত শাহ ঢাক বাজিয়ে পুজোর উদ্বোধন করেছেন। সঙ্গে ছিলেন বাংলার মন্ত্রী বাবুল সুপ্রিয়। ভিড়ের অনুরোধে ‘না-না’ করেও শেষ পর্যন্ত ‘বস’ অমিত শাহের সামনে দু’কলি গেয়ে শোনাতেও হয়েছে বাবুলকে। এই পুজোর এ বারের থিম ‘বিশ্ব শান্তি’। কেন? পুজো সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস সাহা জানালেন, “যখন সমস্ত বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে, মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন আমরা আমাদের পুজোর সুবর্ণজয়ন্তী বছরে ‘থিম’ হিসেবে বিশ্ব-শান্তিকেই বেছে নিয়েছি। বিশ্বে শান্তি ফিরে আসুক, এটাই আমাদের মনোকামনা।’’ পুজো উদ্বোধনে এসেছেন সিআরপিএফের অতিরিক্ত ডিজি দীপক মিশ্রও।

Advertisement

করোলবাগের পুজো সমিতির থিমও বিশ্ব-শান্তি। শান্তির বার্তা দিতে তারা আশ্রয় নিয়েছে মাদার টেরিজায়। সদ্য সন্ত হয়েছেন মাদার টেরিজা। মহা-আড়ম্বরে সেই অনুষ্ঠান দেখেছে গোটা দুনিয়া। মণ্ডপে সেটিই ফুটিয়ে তুলেছে করোলবাগ। পুজো সমিতির কর্ণধার দীপক ভৌমিকের কথায়, ‘‘মাদার টেরিজার সন্ত হয়ে ওঠার সময়েই আমরা ভেবেছি, এটাই সেরা থিম হতে পারে। আমাদের পুজো এ বার ৭৫ বছরে পা দিল। ফলে আমাদের কাছে এ বারের গুরুত্ব অনেক বেশি।’’

পুজোর মধ্যেই জঙ্গি হামলা হতে পারে, এমন সতর্কতা আগেই জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সব মণ্ডপেই তাই বাড়তি নিরাপত্তা। মণ্ডপের আসা-যাওয়ার পথেও লাগানো হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনীর বেষ্টনী। সীমান্তে যুদ্ধ না হোক, রাজনীতিকদের মুখে মুখে যুদ্ধের জিগির থামার নাম নেই। কিন্তু মণ্ডপে ঢুকলেই শান্তির বার্তা। মাতৃমন্দিরের মণ্ডপ প্যারিসের জাতীয় অপেরা হাউসের অনুকরণে। রঙ লাল -সোনালি। মণ্ডপের দু’টি প্রধান ফটক প্যারিসের বিখ্যাত মনুমেন্ট ‘আর্ক দ্য ত্রিয়োম্ফ’ এর অনুকরণে তৈরি। গত বছরের প্যারিসে জঙ্গি হামলার কথা মাথায় রেখেই এই মণ্ডপসজ্জা। করোলবাগের মণ্ডপের বাইরে সাদা পায়রা হাতে মাদার টেরিজার মূর্তি। মণ্ডপ গড়তে বাঁকুড়া থেকে শিল্পী এসেছেন। মাতৃমন্দিরের দুর্গা প্রাথমিক ভাবে কলকাতায় হলেও ‘ফিনিশিং টাচ’ পড়েছে রাজধানীতেই। করোলবাগের প্রতিমা তৈরি হয়েছে পুজোমণ্ডপেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement