রেল ধর্মঘটের ডাক

সপ্তম বেতন কমিশনের সুপারিশ ও পেনশন নীতির পর্যালোচনার দাবিতে আগামী ১১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন রেলকর্মীরা।

Advertisement
শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০৩:০৯
Share:

সপ্তম বেতন কমিশনের সুপারিশ ও পেনশন নীতির পর্যালোচনার দাবিতে আগামী ১১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন রেলকর্মীরা। বুধবার অল ইন্ডিয়া রেলওয়েমেন্‌স ফেডারেশন (এআইআরএফ)-এর সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানান, ‘‘কমিশন ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। আমরা তা ২৬ হাজার করারদাবি জানিয়েছি। এ ছাড়া রেলের খালি পদে অবিলম্বে নিয়োগ ও পেনশন নীতিরও পর্যালোচনা করার দাবি জানিয়েছি।’’ এর আগে এপ্রিলে একই দাবিতে ধর্মঘটের ডাক দিয়েও রেলকর্তাদের আশ্বাসে তা তুলে নেয় এআইআরএফ। কিন্তু কাজ না হওয়ায় এ বার ফের ধর্মঘটের ডাক দিয়েছে তারা। অন্য সংগঠনগুলিও ধর্মঘটকে সমর্থন করায় কিছুটা বেকায়দায় রেলকর্তারা। আলোচনার মাধ্যমে পথ খোঁজার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement