স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে মহিলারা। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
পর্যাপ্ত সংখ্যক বেড পাওয়া যায়নি। তার জেরে স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতেই ঠাঁই হল জনা চল্লিশেক মহিলার। বন্ধ্যাত্বকরণ অস্ত্রোপচারের পর মেঝেতে শুইয়ে রাখা হল তাঁদের।
ভোপাল থেকে ৫০ কিলোমিটার দূরে বিদিশার লাটেরির একটি স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ্যাত্বকরণ শিবির চলাকালীন সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে। পর্যাপ্ত সংখ্যক বেড না থাকায় ৩৭ জন মহিলাকে মেঝেতে শুতে দেওয়া হয় সেখানে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সেখানকার চিফ মেডিক্যাল অফিসার কেএস আহিরওয়ার বলেন, ‘‘সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে বেড দেওয়া হয়েছে। তার পরেও কেন এমন হল, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’’
আরও পড়ুন: কন্যাসন্তান! দুধের শিশুকে ছাদ থেকে ফেলে খুন করলেন ঠাকুমা
আরও পড়ুন: গণধর্ষণ এ বার কোয়ম্বত্তূরে, পার্কে বন্ধুকে বেঁধে রেখে সামনেই অত্যাচার, অভিযুক্ত ৬
এই ঘটনায় স্থানীয় ব্লক মেডিক্যাল অফিসার নরেশ বাঘেলকে ইতিমধ্যেই পদ থেকে সরানো বয়েছে।
তবে এই প্রথম নয়, গত সপ্তাহে বিদিশারই একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একই ঘটনা ঘটে। সেখানেও বন্ধ্যাত্বকরণের পর ১৩ জন মহিলাকে বেড দেওয়া হয়নি। মেঝেতেই শুতে হয়েছিল তাঁদের।