National news

দেশে প্রথম, চার মহিলা এখন চার হাইকোর্টের শীর্ষে

কলকাতা, বম্বে, দিল্লি এবং মাদ্রাজ— দেশের এই চারটি বড় হাইকোর্টেরই শীর্ষস্থানে এখন মহিলারা। ৩১ মার্চ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দিরা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরই এই ইতিহাস গড়ে ওঠে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ১৪:৩০
Share:

—ফাইল চিত্র।

কলকাতা, বম্বে, দিল্লি এবং মাদ্রাজ— দেশের এই চারটি বড় হাইকোর্টেরই শীর্ষস্থানে এখন মহিলারা।

Advertisement

৩১ মার্চ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দিরা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরই এই ইতিহাস গড়ে ওঠে। এই প্রথম দেশের চার বড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে একসঙ্গে চারজন মহিলা বিচারব্যবস্থা সামলাচ্ছেন।

২০১৪ সাল থেকে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন সঞ্জয় কৃষ্ণ কউল। তার পরই মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। গত মাসের শেষে তিনি শপথ নেন।

Advertisement

আরও পড়ুন: অনাহার ও অপুষ্টিতে কানপুরের গোশালায় পাঁচ মাসে মৃত্যু ১৫২টি গরুর

বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিশীথা মাত্রে। ২০১৬-র ১ ডিসেম্বর থেকে তিনি এই দায়িত্ব নেন। ২০১৪-র ১৩ এপ্রিলে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন জি রোহিনী। এবং বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এখন মঞ্জুলা চেল্লুর। ২০১৬-র ২২ অগস্ট থেকে তিনি বম্বে হাইকোর্টের দায়িত্ব গ্রহন করেন। মঞ্জুলা এর আগে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ছিলেন।


শপথগ্রহণ অনুষ্ঠানে তামিলনাড়ুর রাজ্যপালের সঙ্গে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য ক্ষেত্রের মতোই দেশের বিচারবিভাগেও পুরুষের তুলনায় মহিলাদের হার অনেকটাই কম। দেশের ২৪টি হাইকোর্টে মোট ৬৩২ জন বিচারপতি রয়েছেন। এর মধ্যে মাত্র ৬৮ জন মহিলা। এর মধ্যে দিল্লি হাইকোর্টে ৯ জন, কলকাতা হাইকোর্টে ৪ জন, মাদ্রাজ হাইকোর্টে ৬ জন এবং বম্বে হাইকোর্টে ১১ জন মহিলা বিচারপতি রয়েছেন। এমনকী সুপ্রিম কোর্টের মোট ২৮ জন বিচারপতির মধ্যে একজনই মহিলা বিচারপতি আছেন। তিনি আর বাবুমথি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement