—প্রতীকী ছবি।
কন্যাকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ছুরি দিয়ে ৯ বছরের এক বালিকার গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় ছুরি দিয়ে নিজের কন্যার গলার নলি কাটেন ওই মহিলা। এর পরেই স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বালিকাকে। পরে ওই বালিকাকে সুলতানপুরে মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে বালিকার মৃত্যু হয়।
ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ। তাঁর চিকিৎসা চলছে। তাঁকে আটক করা হয়েছে। এই ঘটনায় পরিবারের বক্তব্য জানা যায়নি।
মঙ্গলবার বেঙ্গালুরতে অন্য একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। রাগের মাথায় মাকে খুন করে তাঁর দেহ সুটকেসে ভরা নিজেই থানায় যান এক মহিলা। তাঁকে গ্রেফতার করা হয়েছে।