প্রতীকী ছবি।
পুরীতে রথযাত্রার ডিউটি সেরে ফিরছিলেন বোলানগির। রাস্তায় তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অন্য একটি গাড়ির। কিন্তু গাড়ি থেকে নেমে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে তিনি গাড়ি হাঁকিয়ে পালান। এই অভিযোগে নিলম্বিত হলেন ওড়িষা পুলিশের এক মহিলা ইনস্পেক্টর স্নিগ্ধারানি সুনা। দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়, তিন জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
ভুবনেশ্বর পুলিশ সূত্রে খবর, গত ১২ জুলাই, সুন্দরগড় জেলায় কর্মরত ইনস্পেক্টর স্নিগ্ধারানি পুরীতে রথযাত্রার ডিউটি সেরে ফিরছিলেন। সুবর্ণপুরের কাছে দুর্ঘটনায় পড়ে দু’টি গাড়ি। কিন্তু তার পর আহতদের হাসপাতালে পাঠানোর বদলে, গাড়ি ছুটিয়ে চম্পট দেন স্নিগ্ধারানি। তিনি নিজের ও তাঁর চালকের মোবাইল ফোনও বন্ধ করে দেন। ফলে কোনও ভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বোলানগির থেকে তাঁকে এবং তাঁর গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে তৎক্ষণাৎ নিলম্বিত করার সিদ্ধান্তও নেওয়া হয়।