Children Poisoned

স্কুলের প্রাক্তন সহপাঠীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, তিন সন্তানকে বিষ খাইয়ে খুন মহিলার

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার নাম রজিতা। তিনি তেলঙ্গানার সঙ্গারেড্ডি জেলার বাসিন্দা। মহিলার অভিযোগ, স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। এই বৈবাহিক সম্পর্কে তিনি অসুখী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৭:৫৭
Share:
তিন সন্তানকে বিষ খাইয়ে খুন মহিলার। প্রতীকী ছবি।

তিন সন্তানকে বিষ খাইয়ে খুন মহিলার। প্রতীকী ছবি।

স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলন অনুষ্ঠানে দেখা হয়েছিল। সেখান থেকেই যোগাযোগ প্রাক্তন সহপাঠীর সঙ্গে। তার পর প্রেম। সেই সহপাঠীকে বিয়ে করার পরিকল্পনাও করেন। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল মহিলার তিন সন্তান। অভিযোগ, তাদের খাবারে বিষ মিশিয়ে খুন করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার নাম রজিতা। তিনি তেলঙ্গানার সঙ্গারেড্ডি জেলার বাসিন্দা। মহিলার অভিযোগ, স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। এই বৈবাহিক সম্পর্কে তিনি অসুখী। তাই প্রাক্তন সহপাঠীকেই নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর বিশ্বাস ছিল এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারে তাঁর তিন সন্তান। তাই তাদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন।

পুলিশ জানিয়েছে, তিন সন্তানের রাতের খাবারে বিষ মিশিয়ে দেন রজিতা। সেই খাবার খাওয়ার পরই তিন সন্তান অসুস্থ হয়ে পড়ে। কাজ সেরে বাড়ি ফেরেন রজিতার স্বামী চেনায়া। তখন তিনি দেখেন তাঁর সন্তানরা বেহুঁশ হয়ে পড়ে রয়েছে। রজিতাও পেটের ব্যথায় কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে চার জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তিন সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় প্রাথমিক ভাবে রজিতার স্বামীকেই সন্দেহ করে পুলিশ। কিন্তু তদন্ত এগোতেই দেখা যায়, চেনায়া নন, পুরো ঘটনাটাই পরিকল্পনা করে ঘটিয়েছেন রজিতাই। তার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রাক্তন সহপাঠীর খোঁজ চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement