Rape Accused Beaten in UP

ধর্ষণে অভিযুক্তকে নগ্ন করে গরুর গাড়িতে বেঁধে ঘোরানো হল উত্তরপ্রদেশের গ্রামে, করা হল মারধরও

স্থানীয় সূত্রে খবর, এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তাঁকে অনেক দিন ধরেই গ্রামবাসীরা খুঁজছিলেন। বৃহস্পতিবার হাতের নাগালে পেয়ে যান গ্রামবাসীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৬
Share:
ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত। ছবি: সংগৃহীত।

ধর্ষণে অভিযুক্তকে প্রথমে নগ্ন করে মারধর করা হয়। তার পর তাঁকে গরুর গাড়ির সঙ্গে বেঁধে গোটা গ্রাম ঘোরানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বহরাইচে। শুক্রবার পুলিশের হাতে সেই ঘটনার ভিডিয়ো পৌঁছোনোর পরই পদক্ষেপ করতে তৎপর হয়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তাঁকে অনেক দিন ধরেই গ্রামবাসীরা খুঁজছিলেন। বৃহস্পতিবার হাতের নাগালে পেয়ে যান গ্রামবাসীরা। তাঁদের সকলের রোষ গিয়ে পড়ে অভিযুক্তের উপর। ধরা পড়ার পর গ্রামের পুরুষ, মহিলা নির্বিশেষে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এখানেই তাঁদের ক্ষোভ প্রশমিত হয়নি। অভিযুক্তের পোশাক ছিঁড়ে ফেলা হয়। তাঁকে নগ্ন করে গরুর গাড়ির সঙ্গে বাঁধা হয়। তার পর অভিযুক্তকে ওই অবস্থায় গোটা গ্রাম ঘোরানো হয়।

আগে আগে গরুর গাড়ি যাচ্ছিল, পিছনে গ্রামের পুরুষ এবং মহিলারা চিৎকার করতে করতে, অভিযুক্তকে গালিগালাজ করতে করতে যাচ্ছিলেন। অনেক আবার যেতে যেতে অভিযুক্তকে চড়-থাপ্পড়ও মারেন। এক মহিলা এই ঘটনায় গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মহিলার অভিযোগ, তাঁর দেওরকে ফাঁসানো হয়েছে। গ্রামবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। একটি এফআইআর দায়ের হয়েছে। যুবককে মারধরে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement