ছাতা নিয়ে সেই মহিলা। ছবি সৌজন্য টুইটার।
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘তাউটে’র ছোবলে গুজরাত, মহারাষ্ট্রে প্রাণ গিয়েছে অনেকের। তবে মহারাষ্ট্রে এক মহিলা যে ভাবে মৃত্যুকে ‘ধোঁকা’ দিলেন, তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
গত ১৭ মে গুজরাতের পাশাপাশি মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় তাউটে। সংবাদ সংস্থা এএনআই ওই দিন ঝড়ের একটি দৃশ্য নেটমাধ্যমে পোস্ট করেছিল। তাতে দেখা যাচ্ছে ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টি। রাস্তা দিয়ে ছাতা নিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে থাকা একটি বিশাল গাছ হুড়মুড়িয়ে উপড়ে পড়ে যায়। কোনও মতে প্রাণে বাঁচেন মহিলা। কয়েক সেকেন্ডের এক দিক ও দিক হলেই নির্ঘাত মৃত্যু হত ওই পথচারীর। তাঁর থেকে হাতখানেক দূরে ভেঙে পড়ে গাছটি। তবে প্রাণে বেঁচে যান মহিলা।
ভিডিয়োটি দেখার পর নেটাগরিকরা বলছেন, এই ঘটনা ঠিক যেন সাক্ষাৎ মৃত্যুকে জয় করে ফেরা!