Mobile Charger Electrocution

চার্জার থেকে মোবাইল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! ফোন হাতেই মৃত্যু তরুণীর, লাঠি দিয়ে সরানো হল দেহ

উত্তরপ্রদেশের বালিয়া জেলায় গ্রামের বাড়িতে এক তরুণী মোবাইল ফোন চার্জে বসিয়েছিলেন। চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। কী ভাবে এই ঘটনা ঘটল, পুলিশ খতিয়ে দেখছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ০৯:২১
Share:

মোবাইল ফোন থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তরুণীর। নিজের বাড়িতেই মোবাইল ফোনটি চার্জে বসিয়েছিলেন তিনি। সেটি খুলে আনতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন লাঠি দিয়ে তাঁকে মোবাইলের কাছ থেকে সরিয়েছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার সারাংপুর গ্রামের। মৃত তরুণীর নাম নিতু (২২)। তিনি রবিবার সকালে নিজের মোবাইল ফোনটি চার্জের জন্য বসিয়েছিলেন। চার্জ হয়ে যাওয়ার পরে ফোন থেকে চার্জার খুলে নেওয়ার চেষ্টা করেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকারের শব্দ শুনে আশপাশ থেকে পরিবারের বাকিরা ছুটে আসেন। দেখা যায়, ফোন হাতে কাঁপছেন নিতু। দ্রুত লাঠি জোগাড় করে ফোন থেকে তাঁকে আলাদা করা হয়।

ফোন থেকে আলাদা হওয়ার পর মেঝেতেই পড়ে যান তরুণী। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে চার্জার থেকে তরুণী বিদ্যুৎস্পৃষ্ট হলেন, তা স্পষ্ট নয়। ওই চার্জারের কোনও তার বেরিয়ে ছিল কি না, কোনও অংশ ছেঁড়া ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। মোবাইল খুলতে যাওয়ার সময়ে তরুণীর হাত ভেজা ছিল কি না, তা-ও এখনও স্পষ্ট নয়। স্থানীয় এসএইচও সঞ্জয় সিংহ জানিয়েছেন, হাসপাতালে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল ওই মহিলাকে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি থানায়।

Advertisement

উত্তরপ্রদেশের বালিয়া জেলাতেই শনিবার আরও এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বিন্দু দেবী নামের ৫০ বছরের এক মহিলা মাঠে কাজ করার সময়ে ধান কাটার যন্ত্রের ধাক্কায় গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর দেহও ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement