Woman Set on Fire

টাকা নিয়ে বচসা! পুত্রবধূর গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন শ্বশুর, ছাড়লেন না পুত্রকেও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাবা গোবর্ধন রাউতের ঘরে কথা বলতে গিয়েছিলেন পুত্র দীনবন্ধু রাউত। সে সময় দু’জনের মধ্যে বিবাদ হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৩
Share:

পুত্র দীনবন্ধু রাউত এবং পুত্রবধূ সস্মিতা রাউতের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বৃদ্ধ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দোকান ভাড়ার টাকা নিয়ে বিবাদ! অভিযোগ, সেই বিবাদের জেরে পুত্র দীনবন্ধু রাউত এবং পুত্রবধূ সস্মিতা রাউতের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বৃদ্ধ। মৃত্যু হয়েছে পুত্রবধূর। হাসপাতালে চিকিৎসাধীন পুত্র। ওড়িশার কটকের বরসিংহ গ্রামের ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাবা গোবর্ধন রাউতের ঘরে কথা বলতে গিয়েছিলেন পুত্র দীনবন্ধু রাউত। সে সময় দু’জনের মধ্যে বিবাদ হয়। বিবাদের মাঝে ছেলের গায়ে পেট্রোল ঢেলে বৃদ্ধ আগুন দেন বলে অভিযোগ। ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে যান দীনবন্ধু। তাঁকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী সস্মিতা। অভিযোগ, সে সময় সস্মিতার গায়েও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন গোবর্ধন। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে দু’জনকে কটকের হাসপাতালে ভর্তি করান। সেখানেই মৃত্যু হয় সস্মিতার। দীনবন্ধুর অবস্থা সঙ্কটজনক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারঙ্গা থানার পুলিশ। বৃদ্ধ গোবর্ধনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত গোবর্ধনের মা জানিয়েছেন, রাতে খাওয়া-দাওয়ার পরে বাবা এবং ছেলের বিবাদ শুরু হয়। তার মাঝেই ছেলের গায়ে পেট্রল ঢেলে দেন গোবর্ধন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement