—প্রতীকী ছবি।
এনডিএ-তে যোগ দিতে চলেছে এআইএডিএমকে। জোর জল্পনা চেন্নাই থেকে দিল্লি পর্যন্ত। কয়েক দিনের মধ্যেই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার রদবদল এবং সম্প্রসারণ হতে চলেছে বলে খবর দিল্লির রাজনৈতিক শিবির সূত্রের। বিহারে আরজেডি এবং কংগ্রেসের হাত ছেড়ে বিজেপির হাত ধরা জেডি(ইউ) যে মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছে, তা নিশ্চিত। দক্ষিণের দল এআইএডিএমকে-র এনডিএ-ভুক্তির বিষয়ে ততটা নিশ্চিত করে মন্তব্য করছেন না কেউই। কিন্তু জয়ললিতার প্রয়াণের পর আড়াআড়ি ভাবে দুই শিবিরে ভেঙে যাওয়া দলটিকে ফের এক ছাতার তলায় আনতে বিজেপি নেতৃত্ব যে সক্রিয় ভূমিকা নিল, তাতে মোদীর জোটে এআইএডিএমকে-র যোগদান নিয়ে আর কোনও সংশয় নেই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই।
আরও পড়ুন:জুড়ে গেল এডিএমকে, উপমুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন পনীরসেলভম
নীতীশ কুমারের দল জেডি(ইউ)-এর লোকসভায় ২টি আসন, রাজ্যসভায় ১০টি। তবে রাজ্যসভার ৩ সাংসদ (শরদ যাদব ও তাঁর দুই অনুগামী) এখন বিদ্রোহী। এই সংখ্যক সাংসদ নিয়ে নীতীশের দল কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি মাত্র ক্যাবিনেট মন্ত্রক পেতে পারে বলে শোনা যাচ্ছে।
এআইএডিএমকে-র সাংসদ সংখ্যা জেডি(ইউ)-এর তুলনায় অনেকটাই বেশি। তাই এনডিএ-তে যোগ দিলে এআইএডিএমকে এখনই একজন ক্যাবিনেট মন্ত্রী এবং দু’জন প্রতিমন্ত্রী পাবে।
আরও পড়ুন:ডোকলাম পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, আশাবাদী রাজনাথ
পলানীস্বামী এবং পনীরসেলভম গোষ্ঠীর পুনর্মিলনে এআইএডিএমকে-তে ফের ভরা সংসার। দলের বিবদমান দুই শিবিরের পুনর্মিলন নিশ্চিত করতে খোদ নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটিই সক্রিয় হয়েছিলেন। তাই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে এআইএডিএমকে-র নৈকট্য এখন আর কারও অজানা নয়। তামিলনাড়ুর শাসক দল এখনও আনুষ্ঠানিক ভাবে এনডিএ-তে যোগ দেওয়ার কথা ঘোষণা করেনি। বিজেপি-র তরফেও তেমন কোনও ঘোষণা নেই। তবে রাজনৈতিক শিবিরের একাংশের দাবি, আগে থেকে কোনও ঘোষণা না-ও হতে পারে। মন্ত্রিসভায় এআইএডিএমকে-র অন্তর্ভুক্তির সরাসরি ঘোষণা করে চমক দিতে পারে বিজেপি। সে ক্ষেত্রে তামিলনাড়ুর শাসন ক্ষমতাও এ বার বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দখলেই চলে আসবে।