রাজ্যে মমতাকে জমি ছাড়বে না সিপিএম

তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গে তৃণমূল ও কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০২:৪৪
Share:

সীতারাম ইয়েচুরি। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে বিরোধিতার প্রশ্নে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়ার প্রশ্ন নেই বলেই জানালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

Advertisement

কুমারস্বামীর শপথগ্রহণের অনুষ্ঠান মূলত বিজেপি-বিরোধী দলগুলির প্রথম আনুষ্ঠানিক অভিষেক মঞ্চ। শুরু থেকেই কর্নাটকে বিজেপিকে রুখতে সক্রিয় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের মঞ্চে তিনি যেমন থাকছেন, থাকবেন সীতারাম ইয়েচুরি ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। দুই শিবিরই বিজেপি-বিরোধী জোটের শরিক হলেও, পশ্চিমবঙ্গে বিরোধিতার প্রশ্নে তৃণমূলের সঙ্গে কোনও সমঝোতার প্রশ্নই যে নেই তা আজ স্পষ্ট করেছেন সীতারাম। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গে তৃণমূল ও কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে।’’

কিন্তু ভবিষ্যতে বিজেপিকে রুখতে দুই ধর্মনিরপেক্ষ শক্তি জোট গড়তে পারে কিনা তার উত্তরে সীতারাম বলেন, ‘‘ভোট-পরবর্তী জোট পরিস্থিতি কী অবস্থায় থাকে তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এখন যা জোট হচ্ছে তা ফল বেরোনোর পরেই হচ্ছে।’’ মমতা বিজেপি-বিরোধী জোটের অন্যতম মুখ হলেও, তৃণমূল নেত্রীর প্রকৃত রাজনৈতিক অবস্থান নিয়েও সংশয় রয়েছে সিপিএম নেতৃত্বের অন্দরমহলে। সীতারামের কথায়, ‘‘ভুললে চলবে না ওই মমতাই শুরুতে কর্নাটকের জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement