বিজেপিতে থাকছেন সিধুর স্ত্রী

কীর্তি আজাদের স্ত্রী পুনম বিজেপি ছেড়ে আম আদমি পার্টির পথে পা বাড়ালেও দল ছাড়তে রাজি নন নভজোৎ সিংহ সিধুর স্ত্রী। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই কাল রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন সিধু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০৩:২৬
Share:

সাংবাদিক সম্মেলনে সিধুর স্ত্রী। ছবি: পিটিআই।

কীর্তি আজাদের স্ত্রী পুনম বিজেপি ছেড়ে আম আদমি পার্টির পথে পা বাড়ালেও দল ছাড়তে রাজি নন নভজোৎ সিংহ সিধুর স্ত্রী।

Advertisement

সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই কাল রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন সিধু। বিজেপি থেকে তাঁর বেরিয়ে আসাটা এখন কার্যত সময়ের অপেক্ষা বলেই ধরে নেওয়া হচ্ছে। এরই মধ্যে সিধুর স্ত্রী নভজোৎ কৌর সিধু আজ স্পষ্ট জানিয়ে দিলেন, স্বামীর পথে হেঁটে তিনি বিজেপি ছাড়তে নারাজ। তাঁর কথায়, ‘‘আমি বিজেপির বিধায়ক। বিজেপির সঙ্গে ছিলাম এবং আছি।’’ নভজোৎ কৌর বর্তমানে পঞ্জাবে অকালি-বিজেপি সরকারের মুখ্য পরিষদীয় সচিব।

দলকে অস্বস্তিতে ফেলে মাত্র তিন মাসের মধ্যে রাজ্যসভার পদ ছাড়লেও সিধু এখনও দল ছাড়ার কথা ঘোষণা করেননি। কিন্তু গত কালই আপ নেতা অরবিন্দ কেজরীবাল যে ভাবে সিধুর ইস্তফার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, তা দেখে মনে করা হচ্ছে, এ বার আম আদমি পার্টির হয়েই রাজনীতির দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন ওপেনার।

Advertisement

বিজেপির আর এক সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ বছর খানেক ধরে সাসপেন্ড হয়ে রয়েছেন দলবিরোধী কাজের অপরাধে। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি নিয়ে অরুণ জেটলির বিরুদ্ধে আঙুল তোলেন তিনি। এ-হেন কীর্তির দল ছাড়া নিয়ে সময় সময় নানা জল্পনা চললেও নিজে এ ব্যাপারে কোনও উচ্চবাচ্য করছেন না। তবে আম আদমি পার্টির সূত্রে আজ বলা হয়েছে তাঁর স্ত্রী পুনম খুব দ্রুত তাদের দলে যোগ দিতে চলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement