Husband Wife

‘আমার রোজগারের টাকায় খাবি?’ বাজারভর্তি লোকের সামনে বেকার স্বামীকে মার স্ত্রীর! ভাইরাল ভিডিয়ো

স্বামীকে দেখা গেল, স্ত্রীর চড়চাপাটি থেকে বাঁচতে মুখ ঢাকছেন। কিন্তু, তাতেও রেহাই মেলেনি। এক সময় মহিলাকে বলতে শোনা যায়, ‘‘আমার টাকায় খেতে হলে শুধু আমার কথায় চলতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১৪:০৫
Share:

ছবি: সংগৃহীত।

বাজারে গিজগিজে ভিড়। তার মধ্যে একটি দৃশ্য দেখে এক এক করে লোক জড়ো হচ্ছেন। খয়েরি টি-শার্ট, জিন্‌স পরিহিত এক যুবককে চড়ের পর চড় মেরে চলেছেন আকাশি রঙের সালোয়ার-কামিজ পরিহিত এক মহিলা। যুবকের টি-শার্টের কলার টেনে মারতে মারতে বলছেন, ‘‘মেরি কামাই খায়েগা? মেরি কামাই খায়েগা?’’ এক জন মোবাইলের ক্যামেরাবন্দি করতে গেলেন ওই দৃশ্য। তাতে মারধরে কোনও ছেদ পড়েনি। মহিলা আঙুল উঁচিয়ে আবারও বললেন, ‘‘মেরি কামাই খায়েগা?’’ সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়োটি (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। কিন্তু ব্যাপারটা কী?

Advertisement

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মারধরের দৃশ্যটি উত্তরপ্রদেশের বাহরেচের একটি বাজারের। এক মহিলা রাগের চোটে তাঁর স্বামীকে মারধর করছিলেন। কারণ, স্বামী রোজগার করেন না। হাতে তেমন কাজ নেই। আর স্ত্রী কাজ করেন। স্বামী কেন তাঁর রোজগারের টাকায় ‘বসে বসে খাবেন’, এ নিয়ে রোষ মহিলার। বাজারভর্তি লোকের সামনেই স্বামীর গায়ে হাত তোলেন তিনি। ভরা বাজারে সাংসারিক অশান্তির এমন ‘নমুনা’ দেখে কেউ কেউ হাসলেন। কেউ আবার হতবাক। মহিলা যখন স্বামীকে চড়ের পর চড় মারছেন, তখনই কেউ এক জন ভিডিয়ো করছিলেন। তাতে অবশ্য মার থামেনি। স্বামীকে দেখা গেল, স্ত্রীর চড়চাপাটি থেকে বাঁচতে মুখ ঢাকছেন। কিন্তু তাতেও রেহাই মেলেনি। একসময়ে মহিলাকে বলতে শোনা যায়, ‘‘আমার টাকায় খেতে হলে শুধু আমার কথায় চলতে হবে।’’

এই ভিডিয়োটি ছড়িয়ে পড়া ইস্তক নেটাগরিকেরা নিন্দায় মুখর। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ভিডিয়োটি শেয়ার করে কেউ লিখেছেন, ‘‘এটাই নারীর ক্ষমতায়ন!’’ কেউ লিখেছেন, ‘‘ওই মহিলাকে কেন গ্রেফতার করছে না পুলিশ?’’ সত্যিই পুলিশ কোনও পদক্ষেপ করেছে কি না, তা জানা যায়নি। কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না, তা-ও অজানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement