National News

নোট বদলের ঊর্ধসীমা কমালেন কেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

নোট সঙ্কট নিয়ে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সরকার। আচমকা নোট বদলের ঊর্ধ্বসীমা কমিয়ে দেওয়া হল কেন? খোদ প্রধান বিচারপতি প্রশ্ন করলেন সরকারকে। রাস্তায় রাস্তায় এর পর হাঙ্গামা শুরু হবে বলেও এ দিন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি টিএস ঠাকুর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ১৫:৫৩
Share:

প্রধান বিচারপতি টিএস ঠাকুর। —ফাইল চিত্র।

নোট সঙ্কট নিয়ে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সরকার। আচমকা নোট বদলের ঊর্ধ্বসীমা কমিয়ে দেওয়া হল কেন? খোদ প্রধান বিচারপতি প্রশ্ন করলেন সরকারকে। রাস্তায় রাস্তায় এর পর হাঙ্গামা শুরু হবে বলেও এ দিন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি টিএস ঠাকুর।

Advertisement

বৃহস্পতিবারই নোট বদলের ঊর্ধ্বসীমা কমানোর কথা ঘোষণা করেছে সরকার। আগে ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ ৪৫০০ টাকার পুরনো নোট বদলে আনা যাচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার দেশের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সচিব শক্তিকান্ত দাস সাংবাদিক সম্মেলন করে জানান, নোট বদলের ঊর্ধসীমা কমিয়ে ২০০০ টাকা করা হচ্ছে। এই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। প্রধান বিচারপতি টিএস ঠাকুর আজ সরকার পক্ষের কৌঁসুলিকে জিজ্ঞাসা করেছেন, ‘‘আপনারা এত দিন বলছিলেন যে সমস্যা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ বার নোট বদলের ঊর্ধ্বসীমা কমিয়ে ২০০০ টাকা করা হল। সমস্যাটা কোথায় হচ্ছে? নোট ছাপাতে সমস্যা হচ্ছে কি?’’ সরকারের তরফে জানানো হয়েছে, শুধু নোট ছাপালেই কাজ শেষ নয়, লক্ষাধিক এটিএমে সেই নোট পৌঁছেও দিতে হচ্ছে। সেই কারণেই কিছুটা সময় লাগছে।

আরও পড়ুন: দু’হাজারি নোট থেকে ‘রক্তপাত’! পাত্তা দিল না সুপ্রিম কোর্ট

Advertisement

নোট বদলে স্থগিতাদেশ শুধুই গুজব, অর্থমন্ত্রক সূত্রে খবর

সরকারি কৌঁসুলির সব জবাবে অবশ্য সন্তুষ্ট হননি প্রধান বিচারপতি। এ দিন তাঁর ইঙ্গিত, সমস্যা কমার বদলে দিন দিন বাড়ছে। তাঁর মন্তব্য, ‘‘রাস্তায় রাস্তায় এ বার হাঙ্গামা শুরু হবে।’’ ১০০ টাকার নোটের জোগানে ঘাটতি কেন? সে প্রশ্নও এ দিন তুলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির সরকারি কৌঁসুলিকে জিজ্ঞাসা করেছেন, ‘‘আপনারা না ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল করেছেন, কিন্তু ১০০ টাকার নোটের কী হল?’’ সরকারের তরফে জানানো হয়েছে, এটিএম-এ ১০০ টাকা ভরার জন্য একটি করেই ড্রয়ার থাকে। ফলে এখন ওই একটি ড্রয়ারেই টাকা ভরা যাচ্ছে। অন্যান্য নোট ভরার জন্য বা আরও বেশি পরিমাণে ১০০ টাকার নোট ভরার জন্য মেশিনগুলিতে কিছু পরিবর্তন জরুরি। তা হয়ে গেলে আর সমস্যা থাকবে না বলে সরকার জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement