—ফাইল চিত্র।
চিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করল প্রধান বিরোধী দল কংগ্রেস। বিরোধীদের প্রশ্ন, তিন বছর আগে লোকসভা ভোটের সময় চিন-পাকিস্তান প্রসঙ্গ উঠলেই নরেন্দ্র মোদীর ৫৬ ইঞ্চি ছাতির কথা প্রচার করত বিজেপি। মোদী ক্ষমতায় আসার পরে পাক জঙ্গিদের রমরমা বেড়েছে। ডোকলাম উপত্যকা নিয়ে চিন-ভারত তিক্ততাও চরমে। এখন মোদীর ৫৬ ইঞ্চি ছাতি কোথায় গেল? টুইটারে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধীর কটাক্ষ, ‘‘আমাদের প্রধানমন্ত্রী চিন নিয়ে চুপ কেন?’’ কংগ্রেসের মতে, ছুটি কাটাতে বিভিন্ন দেশে ঘোরা ও সে সবের ছবি প্রচার করাই সরকারের বিদেশনীতি! এ দিকে, দুই গবেষককে ভিসা না-দেওযার প্রতিবাদে আজই প্রস্তাবিত চিন সফর বাতিল করল বিজেপি-ঘনিষ্ঠ সংগঠন ইন্ডিয়া ফাউন্ডেশন।