আত্মঘাতী প্রাক্তন সেনা।
প্রাক্তন সেনা রামকিশন গ্রেবালের আত্মহত্যা নিয়ে রাজনীতি তুঙ্গে উঠেছে। কিন্তু ওই আত্মহত্যার রহস্য সমাধান করতে উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদী সরকার। সে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখাকে।
দিল্লিতে বিজেপির সদর দফতরে আজ ছিল দীপাবলি মিলন উৎসব। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর-সহ সরকারের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গত বারের মতোই সাংবাদিকদের সঙ্গে হাত মিলিয়েছেন, নিজস্বী তুলেছেন। কিন্তু গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেননি। তবে প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
বিজেপি সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রী দলের নেতাদের জানিয়েছেন ব্যাঙ্কের কিছু গলদের জন্য আত্মঘাতী প্রাক্তন জওয়ান রামকিশন গ্রেবাল কম পেনশন পাচ্ছিলেন বটে। কিন্তু পর্রীকরের বাড়িতে বা দফতরে গিয়ে দেখা করার জন্য কোনও আবেদন করা হয়নি। এমনকী যে চিঠি প্রতিরক্ষামন্ত্রীকে লেখা হয়েছিল বলে দাবি করা হচ্ছে, সেটিও এখনও পর্যন্ত তাঁর হাতে এসে পৌঁছয়নি।
পর্রীকর দলের নেতাদের জানিয়েছেন, ২৩ বছরের বেশি সময় ধরে আত্মঘাতী সেনা ডিফেন্স সিকিউরিটি কোরে কাজ করেছেন। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার প্রথা কী, সেটি তাঁর জানা। তা হলে কেন বলা হচ্ছে, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় পাওয়া যায়নি?
মোদী সরকার সূত্রে খবর, অনেক বিষয় নিয়েই ধোঁয়াশা রয়েছে।
যেমন l প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি পাঠানো ও আত্মহত্যার মধ্যে ফারাক মাত্র এক দিনের। চিঠি পৌঁছনোর আগেই কেন আত্মহত্যা? l বিষ এল কোথা থেকে? l বিষ খাওয়ার পরে ছেলেকে ফোনের সময় পিছন থেকে রামকিশনকে কারা বলে দিচ্ছিলেন কী বলতে হবে? আরও তিন জন রামকিশনের সঙ্গে উপস্থিত ছিলেন, তাঁরা কারা? l বিষ খাওয়ার পর রামকিশনের সঙ্গীরা হাসপাতালে নিয়ে না গিয়ে ফোনে কথা বলাতে উৎসাহ দিলেন কেন? l পাঁচ ছেলের মধ্যে যাঁকে রামকিশন ফোন করেছিলেন তিনি আম আদমি পার্টির স্থানীয় কর্মী। ঘটনার সঙ্গে কি তবে অরবিন্দ কেজরীবালের দলের যোগ আছে? l মৃত্যুমুখী বাবার ফোন কেন রেকর্ড করলেন রামকিশনের ছেলে? সব ফোনই কি তিনি রেকর্ড করেন? l রামকিশনের মানসিক অবস্থা কি স্থিতিশীল ছিল না?
প্রশ্নগুলি নিয়ে প্রকাশ্যে কথা বলে আজ কিছুটা গোলমাল পাকান মন্ত্রী ও প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ। তবে মোদী সরকারের শীর্ষ কর্তারা প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলতে রাজি নন। বিজেপি সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রীর কাছে থাকা তথ্য অনুযায়ী ব্যাঙ্কের হিসেবে গোলমালের জন্য রামকিশন সাড়ে তিন হাজার টাকা পেনশন কম পাচ্ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রীর নজরে এলে তা ঠিক করা হত। কিন্তু কেবল এই কারণেই তিনি আত্মহত্যা করেছন কি না তা নিয়ে সন্দিহান সরকার।