সার্বিক স্বাস্থ্য পরিষেবায় যোগের ধারণা আর জ্ঞান অন্তর্ভুক্ত করার জন্য ভারত এবং বিশ্বের যোগ চর্চা কেন্দ্রগুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শনিবার এমনটাই জানালেন সংস্থার এক আধিকারিক। তিনি বলেছেন, বিভিন্ন ধরনের অসুখ নিরাময় যোগের ব্যবহার হয়। আর তাই বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে এর চর্চার প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকিৎসাবিজ্ঞানের পাঠ্যক্রমেও যোগ অন্তর্ভুক্তির কথা ভাবা হচ্ছে বলেও এ দিন জানিয়েছেন ওই কর্তা।
এ দিনই আবার রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানিয়েছেন, প্রথম বিশ্ব যোগ দিবসে অংশ নিতে চলেছে ১৯২টি দেশের অন্তত ২৫৬টি শহর। বিশ্ব জুড়ে এখন তারই তোড়জোড় চলছে।