ব্যপম কেলেঙ্কারির পুরো তদন্তের ভার সিবিআই কবে নিতে পারবে তা এক সপ্তাহের মধ্যে জানতে চাইল সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশের ব্যপম কেলেঙ্কারির জেরে বিরোধীদের তোপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। সিবিআই তদন্তে তাঁর সরকারের আপত্তি নেই জানার পরে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে ব্যপমের তদন্তের ভার তুলে দেয় শীর্ষ আদালত। কিন্তু ব্যপম কাণ্ডের কলেবর বিশাল হওয়ায় গোটা বিষয়টির ভার সিবিআই কবে নিতে পারবে তা জানতে চেয়েছে প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ।