Whatsapp Down

হঠাৎই বিভ্রাট হোয়াট্‌সঅ্যাপ, গোটা বিশ্বেই কিছু সময়ের জন্য থমকে গেল পরিষেবা

কিছু সময়ের জন্য হঠাৎই থমকে গেল হোয়াট্‌সঅ্যাপ। শনিবার সন্ধ্যায় ব্যবহারকারীদের অনেকেই মেসেজ পাঠাতে গিয়ে অসুবিধার মুখে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২২:০০
Share:
হঠাৎই বিভ্রাট হোয়াট্‌সঅ্যাপে। গোটা বিশ্বেই কিছু সময়ের জন্য থমকে গেল পরিষেবা।

হঠাৎই বিভ্রাট হোয়াট্‌সঅ্যাপে। গোটা বিশ্বেই কিছু সময়ের জন্য থমকে গেল পরিষেবা। —প্রতীকী চিত্র।

কিছু সময়ের জন্য হঠাৎই থমকে গেল হোয়াট্‌সঅ্যাপ। শনিবার সন্ধ্যায় ব্যবহারকারীদের অনেকেই মেসেজ পাঠাতে গিয়ে অসুবিধার মুখে পড়েন। ফোনে হোয়াট্‌সঅ্যাপ খুলতে গিয়েও সমস্যার মুখে পড়েন কেউ কেউ। কিছু সময় পরে অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়।

Advertisement

এই অল্প সময়ের মধ্যে কেবল ভারত থেকেই প্রায় ৩০০০ জন হোয়াট্‌সঅ্যাপে মেসেজ পাঠানো যাচ্ছে না বলে রিপোর্ট করেন। কেউ কেউ জানান, ইন্টারনেট পরিষেবা থাকলেও মেসেজ পেতে সমস্যা হচ্ছে। যাঁরা ‘হোয়াট্‌সঅ্যাপ ওয়েব’ ব্যবহার করেন, তাঁদেরও সমস্যার মুখে পড়তে হয়। তবে কী কারণে এই বিভ্রাট, সেই বিষয়ে হোয়াট্‌সঅ্যাপ কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement