রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণনকে বিতর্ক থেকে আড়াল করতে তৎপর হল কেরল সিপিএম। তাঁর ছেলে বিনয়ের বিরুদ্ধে ১৩ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে দুবাইয়ের একটি সংস্থা। কেন্দ্রীয় সংস্থা ই ডি-কে দিয়ে অভিযোগের তদন্ত এবং শাসক দলের রাজ্য সম্পাদকের পদ থেকে বালকৃষ্ণনের ইস্তফা দাবি করেছে বিজেপি। সিপিএমের কেরল রাজ্য সম্পাদকমণ্ডলী বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই অভিযোগের সঙ্গে দল বা বালকৃষ্ণনের কোনও সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সম্পাদককে ‘কালিমালিপ্ত’ করার চেষ্টা হচ্ছে বলেও সিপিএমের দাবি। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, কোনও তথ্য ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার এই বিষয়ে কোনও তদন্ত করবে না।
অভিযুক্ত বিনয়ও এ দিন দুবাই পুলিশের একটি শংসাপত্র সংবাদমাধ্যমের সামনে এনেছেন। সেই শংসাপত্রে উল্লেখ করা আছে, বিনয়ের আচার-আচরণ নিয়ে পুলিশের কোনও বিরূপ মন্তব্য নেই। কিন্তু বিনয়ের আবেদনের ভিত্তিতেই যে ওই শংসাপত্র জারি করা হচ্ছে এবং আইনত তাকে চ্যালেঞ্জ করা হলে পুলিশ কর্তৃপক্ষের কোনও দায় থাকবে না, তা-ও বলা আছে সেখানে! আর সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী বলেছে, অভিযোগের পক্ষে কোনও তথ্য-সাবুদ সংবাদমাধ্যমে বেরোয়নি।
যদিও বালকৃষ্ণন ও তাঁর ছেলেরা আয় বহির্ভূত ভাবে বহু সম্পত্তির মালিক হয়েছেন বলে ই ডি-র কাছে এ দিনই অভিযোগ জানিয়ে তদন্ত দাবি করেছেন বিজেপি নেতা এ এন রাধাকৃষ্ণন।