Narendra Modi

কিষান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাংলার কৃষকরা, বললেন মোদী

কিস্তির জন্য সরকারের মোট খরচ হচ্ছে ২০ হাজার কোটি টাকা। প্রকল্পের আওতায় থাকা মোট ৯.৫ কোটি কৃষক প্রতি বছর ৬ হাজার টাকা করে পাবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৪:০৭
Share:

ফাইল চিত্র।

কেন্দ্রের কিষান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন পশ্চিমবঙ্গের কৃষকরা, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের উদ্দেশে অনলাইন এক বক্তৃতায় মোদী শুক্রবার ঘোষণা করেন, কিষান নিধি প্রকল্পের আওতায় অষ্টম কিস্তি পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কিস্তির জন্য সরকারের মোট খরচ হচ্ছে ২০ হাজার কোটি টাকা। প্রকল্পের আওতায় থাকা মোট ৯.৫ কোটি কৃষক প্রতি বছর ৬ হাজার টাকা করে পাবেন। বছরে চারটি ভিন্ন কিস্তিতে ২ হাজার টাকা করে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Advertisement

মোদী শুক্রবার এই ভার্চুয়াল বৈঠক থেকে জোর দিয়ে বলেন, ‘‘দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়ার বিষয়ে প্রশাসনের উদ্যোগের যেন কোনও খামতি না থাকে।’’ তাঁর কথায়, ‘‘কেন্দ্রীয় সরকার প্রান্তিক কৃষকরা যাতে সহজে ব্যাঙ্কের ঋণ পান, তার ব্যবস্থা করেছে। শেষ দেড় বছর ধরে দেশে কিষান ক্রেডিট কার্ড দেওয়ার কাজ চলছে। এ বারে আরও ২ কোটি কিষান ক্রেডিট কার্ড বিতরণ করবে কেন্দ্রীয় সরকার।

করোনা পরিস্থিতিতে একাধিক শিল্প-বাণিজ্য ক্ষেত্র আর্থিক সংকটের মুখে পড়েছে। মোদী মনে করিয়ে দেন, এত বাধা সত্ত্বেও কৃষি ক্ষেত্রে সমান তালে কাজ করে চলেছে। কৃষি কাজ ও পশুপালন ক্ষেত্রে রেকর্ড উৎপাদন হয়েছে। সরকার দ্রুত নতুন করে নূন্যতম সহায়ক মূল্যের বিষয়েও ভাবনা চিন্তা চালাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement