এ ভাবেই ব্যাঙের মতো লাফিয়ে যেতে হয়েছে অতিথিদের। ছবি : ভিডিয়ো থেকে নেওয়া।
করোনার নিয়মবিধি উপেক্ষা করে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করার ‘পুরস্কার’ পেলেন অতিথিরা। প্রকাশ্য রাস্তায় শেষে ব্যাঙের লাফ দিতে দিতে বাড়ি ফিরতে হল তাঁদের। আবার ব্যাঙ লাফে ভুল করলে পিঠে জুটল পুলিশের লাঠির ঘা। মধ্যপ্রদেশের ভিন্দের ঘটনা।
অতিমারি নিয়ন্ত্রণে মধ্যপ্রদেশ জুড়ে কড়া আইন। বিয়ের মতো অনুষ্ঠানও খুব কম সংখ্যক অতিথি নিয়ে সারতে হচ্ছে। সম্প্রতি সেখানে ভিন্দের একটি বিয়েবাড়িতে প্রায় ৩০০-র উপর লোক নিমন্ত্রিত হয়। পুলিশের কানে সে কথা পৌঁছনো মাত্রই বাহিনী নিয়ে সেই বিয়েবাড়িতে গিয়ে হাজির হয় ভিন্দ পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পুলিশের প্রবেশ মাত্র বিষয়টি আঁচ করে নিমন্ত্রিতরা ছুটে পালানোর চেষ্টা শুরু করেন। তাঁদের মধ্যেই ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এ রকম দায়িত্বজ্ঞানহীন আচরণ যাতে ভবিষ্যতে না করেন তার জন্য উচিত শিক্ষা দিতে ধৃতদের রাস্তার মধ্যে ব্যাঙের মতো লাফিয়ে যেতে বাধ্য করে।
পুরো ঘটনাটির ভিডিয়ো টুইটারে দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পর পর ব্যাঙের মতো লাফিয়ে চলেছেন সকলে। একজন আবার ঠিকমতো লাফাতে পারছিলেন না বলে দাঁড়িয়ে থাকা এক পুলিশের লাঠির ঘা-ও পড়ল তাঁর পিঠে। সপ্তাহখানেক আগে বিহারের কৃষ্ণগঞ্জেও ঠিক একই ছবি দেখা গিয়েছিল। সেখানেও করোনাবিধি উপেক্ষা করার জন্য একদল যুবককে বাজারের মধ্যে ব্যাঙের মতো লাফাতে হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে করোনা সংক্রমণের সংখ্যা ৫ হাজারের কিছু বেশি। এখনও পর্যন্ত ৭ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে।