আদিত্য ঠাকরে
উপত্যকায় সম্প্রতি কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের কয়েক জনকে হত্যার ঘটনার বেজায় অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। বহু প্রতিশ্রুতি সত্ত্বেও কাশ্মীরে ওই সম্প্রদায়কে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রকে ক্রমাগত নিশানা করছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে কাশ্মীরি পণ্ডিতদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে তথা ওই রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি বললেন, ‘‘কাশ্মীরি পণ্ডিতদের পাশে আছি আমরা। ওখানে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের জন্য মহারাষ্ট্রের দরজা সব সময় খোলা।’’
গত মে মাসে বেশ কয়েক জন সাধারণ নাগরিককে খুনের ঘটনা ঘটে কাশ্মীরে। তাঁদের মধ্যে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের কয়েক জন রয়েছেন। জঙ্গিদের হাতে সম্প্রতি খুন হয়েছেন অভিনেত্রী আমরিন ভাট, স্কুল শিক্ষিকা রজনী বালা এবং বদগাম জেলার প্রশাসনিক দফতরের কর্মী রাহুল ভাট। এ নিয়ে উত্তেজনার আবহে দিন দুয়েক আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিংহও। কিন্তু তার পরেও উপত্যকার পরিস্থিতি শোধরায়নি বলেই দাবি করলেন আদিত্য। রবিবার মহারাষ্ট্রের মন্ত্রী বলেন, ‘‘কাশ্মীরের যে সব ছবি সামনে আসছে, তা একেবারেই ভাল ঠেকছে না।’’
এর পরে কেন্দ্রকে বিঁধে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। টুইটারে কেজরী লেখেন, ‘কাশ্মীরে কেউ খুন হলেই খবরে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক ডেকেছেন। আর কত বৈঠক ডাকবেন আপনারা? এখন কিছু পদক্ষেপ করা জরুরি। আপনাদের বৈঠক শেষ হয়ে গিয়েছে। গোটা দেশকে আপনাদের পরিকল্পনা বলুন। মানুষ মরছে!’