National

‘শতদ্রু, বিপাশা, ইরাবতীর এক বিন্দু জলও পাকিস্তানে যেতে দেব না’

তিন-তিনটি নদীর জল আর ও পারে যাবে না। শতদ্রু, বিপাশা আর ইরাবতী। কোনও রাখঢাক না রেখে একেবারে সরাসরিই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, তিনটি নদীই ভৌগ‌োলিক ভাবে ভারতের। তার অনেকটা পাকিস্তানে চলে গিয়ে নষ্ট হোক, চান না ভারতের প্রধানমন্ত্রী। বরং তিনি চান ওই তিনটি নদীর জল পুরোপুরি কাজে লাগান ভারতের কৃষকরা, তাঁদের চাষের কাজে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ১৮:৪৫
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিন-তিনটি নদীর জল আর ও পারে যাবে না। শতদ্রু, বিপাশা আর ইরাবতী। কোনও রাখঢাক না রেখে একেবারে সরাসরিই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, তিনটি নদীই ভৌগ‌োলিক ভাবে ভারতের। তার অনেকটা পাকিস্তানে চলে গিয়ে নষ্ট হোক, চান না ভারতের প্রধানমন্ত্রী। বরং তিনি চান ওই তিনটি নদীর জল পুরোপুরি কাজে লাগান ভারতের কৃষকরা, তাঁদের চাষের কাজে।

Advertisement

প্রধানমন্ত্রী মোদী শুক্রবার পঞ্জাবে এক জনসভায় বলেছেন, ‘‘সিন্ধু জল চুক্তি অনুযায়ী শতদ্রু, বিপাশা আর ইরাবতী নদী তিনটি ভৌগোলিক ভাবে ভারতের হলেও তা এ দেশের চাষিদের কোনও কাজেই লাগে না। তা যে পাকিস্তানের খেত-খামারেও কাজ লাগানো হচ্ছে, তা-ও নয়। বরং ওই তিনটি নদীর জল পাকিস্তানের মধ্যে দিয়ে বয়ে গিয়ে পৌঁছচ্ছে সমুদ্রে। আর সেখানে পড়ে তা নষ্ট হচ্ছে। এখন ওই তিনটি নদীর জলের প্রতিটি বিন্দু রুখে দেওয়া হবে, যাতে তা না যেতে পারে পাকিস্তানে। আমি ওই জলটা তুলে দিতে চাই পঞ্জাব আর জম্মু-কাশ্মীরের কৃষকদের হাতে। ভারতীয় কৃষকদের হাতে। আর এটা করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ।’’

সেটা করার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গড়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী মোদী। এ ব্যাপারে পূর্বতন সরকার (প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার) কেন কিছুই করেনি, সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা কেন আমাদের অধিকার প্রয়োগ করব না, কেন কৃষকদের অর্থকষ্টে ভুগতে দেব না, তার কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই। যাতে কাজটা করতে পারি, সে জন্য আমাকে আশীর্বাদ করুন আপনারা। এটা আগের সরকারগুলি করতে পারতেন আলোচনায় বসে। কিন্তু তারা ঘুমিয়ে কাটিয়েছে। চাষের কাজে ঠিক মতো জল পেলে পঞ্জাবের কৃষকরা ‘সোনা’ ফলাতে পারেন।’’

Advertisement

আরও পড়ুন- কালো টাকার শোকেই ক্ষোভ বিরোধীদের: খোঁচা মোদীর, উত্তাল সংসদ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement