জল চেয়ে উত্তাল কর্নাটক

বর্ষার জল জমে জায়গায় জায়গায় ভোগান্তি চলছে। তার মধ্যেই জল না পাওয়ার ক্ষোভে ফুটছে কর্নাটক। মহদেই নদীর জল ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে কর্নাটক, মহারাষ্ট্র এবং গোয়ার মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০৩:২১
Share:

বর্ষার জল জমে জায়গায় জায়গায় ভোগান্তি চলছে। তার মধ্যেই জল না পাওয়ার ক্ষোভে ফুটছে কর্নাটক। মহদেই নদীর জল ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে কর্নাটক, মহারাষ্ট্র এবং গোয়ার মধ্যে। কর্নাটকের উত্তর অংশে জলসঙ্কট রয়েছে। তারা তাই চেয়েছিল, মহদেই থেকে ৭ হাজার ৫৬০ কোটি ঘনফুট পানীয় জল তাদের দেওয়া হোক। কিন্তু বুধবার মহদেই জল-বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনাল সেই আবেদন খারিজ করে দিয়েছে। এই রায় জানার পরেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। ওই রায়ের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছিল বেশ কয়েকটি কন্নড়পন্থী ও কৃষক সংগঠন। বিক্ষোভের আঁচ পড়ে জনজীবনে। বেশ কয়েকটি স্কুল-কলেজে আজ ছুটি ঘোষণা করা হয়েছিল। এমনকী শপিং মল, রেস্তোরাঁ, থিয়েটারও বন্ধ রাখা হয়। বিপর্যস্ত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থাও। হুব্বাল্লি-ধারওয়াড় জেলায় বিক্ষোভকারী কৃষকরাদের ছত্রভঙ্গ করতে লাঠিও চালায় পুলিশ। প্রতিবাদ-বিক্ষোভ চলে বেঙ্গালুরুতেও।

Advertisement

মহদেই জল ভাগাভাগি নিয়ে এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছে কর্নাটকের চলচ্চিত্র জগৎ। কর্নাটক ফিল্ম চেম্বার অব কমার্সের প্রসিডেন্ট সা রা গোবিন্দু সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘‘ছবির প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীদের কাছে আমি এই প্রতিবাদে নামার জন্য আবেদন জানিয়েছি।’’ প্রধানমন্ত্রীর কাছেও এই বিষয়টি নিষ্পত্তির জন্য আর্জি জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement