কেউ বস্তা বন্দি তাড়া তাড়া নোট পুড়িয়ে দিচ্ছেন, কেউ আবার ব্যাগ বোঝাই হাজার হাজার টাকা ফেলে দিয়ে যাচ্ছেন রাস্তার ধারে। কালো টাকা সরিয়ে ফেলার মরিয়া চেষ্টা? নাকি অন্য কোনও কারণ?
দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই পুণের রাস্তায় পাওয়া গেল ব্যাগ ভর্তি ১০০০ টাকার নোট। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পুণের ল কলেজ রোডের একটি গলি থেকে টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পান এক আবর্জনা সাফাইকর্মী। ব্যাগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজের সুপারভাইজারকে খবর দেন শান্তা ওভাল নামে পুরসভার ওই বয়স্কা কর্মী। ব্যাগের মধ্যে বাতিল জিনিসপত্রের মধ্যে থাকা ৫২টি এক হাজার টাকার নোট দেখে ব্যাপারটি বোধগম্য হয় তাঁদের। তখনই ডেকান-জিমখানা পুলিশ স্টেশনে গিয়ে ব্যাগটি জমা দেন শান্তাদেবী। কিন্তু কে বা কারা এত টাকা আবর্জনা স্তূপে ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।
গতকাল উত্তরপ্রদেশের বরেলির সিবি গঞ্জের পার্সা খেদা রোড থেকে পাওয়া গিয়েছিল ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোটের বস্তা। ফের এ দিন আবর্জনার স্তূপ থেকে ৫২টি ১০০০ টাকার নোট মেলায় চিন্তার ভাঁজ প্রসাশনের কপালে।
আরও পড়ুন: নতুন ২ হাজার টাকার নোট জাল করতে পারবে না পাকিস্তান, দাবি গোয়েন্দাদের