National News

প্রশান্ত-নীতীশ তরজা

সিএএ ঘিরে জেডিইউ সভাপতি নীতীশ ও সহ-সভাপতি তথা ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংঘাতে আজ জড়িয়ে গেল প্রাক্তন বিজেপি সভাপতির নাম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ০২:১২
Share:

—ফাইল চিত্র।

এক দিকে নীতীশ কুমার, অন্য দিকে প্রশান্ত কিশোর। মাঝখানে একটি নাম— অমিত শাহ।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘিরে জেডিইউ সভাপতি নীতীশ ও সহ-সভাপতি তথা ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংঘাতে আজ জড়িয়ে গেল প্রাক্তন বিজেপি সভাপতির নাম। নীতীশ দাবি করলেন, অমিত শাহের অনুরোধেই প্রশান্তকে দলে নিয়েছিলেন তিনি। যে দাবিকে সরাসরি ‘মিথ্যা’ বলে তোপ দেগে প্রশান্ত টুইটারে লিখলেন, ‘‘আপনার কথা সত্যি হলেও কেউ কি আদৌ বিশ্বাস করবে যে, অমিত শাহের সুপারিশ করা কারও কথা না-শোনার সাহস আপনার এখনও আছে?’’

সংসদের দুই কক্ষেই সংশোধিত নাগরিকত্ব বিলে সমর্থন জানিয়েছিল জেডিইউ। কিন্তু দলীয় লাইন উপেক্ষা করেই সিএএ-র বিরোধিতায় সুর চড়িয়েছেন প্রশান্ত। বিজেপিকে তাঁর টানা আক্রমণে অস্বস্তি বাড়ছিল নীতীশের। আজ দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকের পরে প্রশান্তকে কার্যত দরজা দেখিয়ে নীতীশ বলেন, ‘‘উনি থাকলে থাকুন, না-থাকলেও ঠিক আছে। ইতিমধ্যেই উনি নানা দলের ভোটকুশলী হিসেবে কাজ করছেন। কিন্তু স্পষ্ট বলে দিই, দলে থাকতে হলে গঠনতন্ত্র মেনে চলতে হবে।’’ এর পরেই অমিত শাহের অনুরোধে প্রশান্তকে দলে নেওয়ার কথা বলেন নীতীশ। যার উত্তরে প্রশান্তের টুইট, ‘‘আমাকে আপনি কেন ও কী ভাবে জেডিইউ-তে এনেছিলেন, তা নিয়ে মিথ্যা বলতে গিয়ে কতটা নীচে নামলেন। আমাকে আপনার মতো করে দেখানোর এ এক দুর্বল চেষ্টা!’’ প্রশান্ত জানিয়েছেন, বিহারে এসেও নীতীশের কথার জবাব দেবেন তিনি।

Advertisement

আরও পড়ুন: সিএএ বিরোধী নাটক করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা হল কর্নাটকের স্কুলের বিরুদ্ধে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement