Vivek Oberoi

‘মাদক চক্রী’-র খোঁজে বিবেকের বাড়িতে হানা

মোদীর চরিত্রে অভিনয় করা সেই অভিনেতা বিবেক ওবেরয়ের আনন্দের উড়ান থমকে গেল দুপুরেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০৪:১৭
Share:

বিবেক ওবেরয়। ছবি সংগৃহীত।

আজই নতুন করে রিলিজ হয়েছে তাঁর সিনেমা ‘পিএম নরেন্দ্র মোদী’। আনলক-৫ পর্বে দেশের সিনেমা হলগুলিতে যে সব এ দিন রিলিজ হয়েছে, তার মধ্যে রয়েছে এই সিনেমাটি। যেখানে তিনি একেবারে মোদীর ভূমিকায়।

Advertisement

মোদীর চরিত্রে অভিনয় করা সেই অভিনেতা বিবেক ওবেরয়ের আনন্দের উড়ান থমকে গেল দুপুরেই। মাদকচক্রের এক পান্ডার খোঁজে বিবেকের মুম্বইয়ের বাসভবনে হানা দিল বিজেপি শাসিত কর্নাটকের বিশেষ পুলিশের একটি দল। প্রায় আড়াই ঘণ্টা সেখানে কাটাল বেঙ্গালুরু পুলিশের দলটি।

মাদক যোগের অভিযোগ নিয়ে শুধু মুম্বই নয়, দক্ষিণী সিনেমার জগতেও এখন আলোড়ন চলছে। সেখানেও অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকাদের একাংশের কাছে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কন্নড় সিনেমার দুই অভিনেত্রী-সহ ১৫ জনকে গ্রেফতারও করা হয়েছে। কর্নাটক পুলিশের দাবি, সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জিভারাজ আলভার পুত্র আদিত্য মাদক চক্রের সঙ্গে বিরাট ভাবে জড়িত।

Advertisement

আরও পড়ুন: গত আড়াই মাসে সর্বনিম্ন দৈনিক মৃত্যু

মাদক মামলায় কন্নড় ছবির অভিনেত্রী-সহ কয়েক জন গ্রেফতার হওয়ার পরেই আদিত্য বেপাত্তা হয়ে যান। আদিত্য আবার বিবেকের আত্মীয়। তাঁর খোঁজেই বিবেকের বাসভবনে আজ পৌঁছে গিয়েছিল পুলিশ। বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল বলেন, ‘‘আদিত্য পালিয়ে বেড়াচ্ছেন। বিবেক ওবেরয় তাঁর আত্মীয়। আমরা খবর পেয়েছিলাম, ওবেরয়ের বাড়িতে রয়েছেন আদিত্য। সে জন্যই আমরা খুঁজতে গিয়েছিলাম। এ ব্যাপারে ওয়ারেন্ট হাতে নিয়েই ওই বাড়িতে পৌঁছেছিল ক্রাইম ব্রাঞ্চের দলটি।’’

আরও পড়ুন: এত টিকা থাকবে কোথায়

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে মাদক যোগকে সামনে এনে কিছু দিন আগেই দীপিকা পাড়ুকোন-সহ বলিউডের একাধিক নামী অভিনেত্রী ও তাঁদের সহকারীদের জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল বুরো। এ বার ‘স্যান্ডালউড’ নামে পরিচিত কন্নড় সিনেমা জগতে মাদক যোগের খোঁজ করতে কর্নাটকের পুলিশ পৌঁছল মুম্বইয়ে। তা-ও আবার স্বয়ং মোদীর চরিত্রে অভিনয় করা অভিনেতার বাড়িতে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement