দিল্লিতে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৫

পশ্চিম দিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায় বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। আহতের সংখ্যা ৮ জনেরও বেশি। পুলিশ জানিয়েছে, চার শিশু-সহ ৯ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তবে বেশ কয়েক জন ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে বলে আশঙ্কা করছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ১০:১১
Share:

ভেঙে পড়া বহুতলটি। ছবি: পিটিআই।

পশ্চিম দিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায় বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। আহতের সংখ্যা ৮ জনেরও বেশি। পুলিশ জানিয়েছে, চার শিশু-সহ ৯ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তবে বেশ কয়েক জন ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে বলে আশঙ্কা করছে তারা।

Advertisement

শনিবার রাতের ঘটনা। হঠাত্ই ওই বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দু’টি দল। পেরশাসন ও স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। এনডিআরএফ-এর ডিজি বলেন, “বহুতলের ভিত খুবই দুর্বল ছিল।” বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

দমকলের এক আধিকারিক জানান, ওই বহুতলটির লাগোয়া একটি নির্মীয়মাণ বাড়িতে খোঁড়াখুড়ির কাজ চলছিল। সেই সময়েই বহুতলটি ভেঙে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement