Viral Video

জিরো অ্যাঙ্গেল গোল করে খবরের শিরোনামে ১০ বছরের পিকে

সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৭
Share:

জিরো অ্যাঙ্গেল গোল করে তারকা দানি পিকে। ছবি টুইটার থেকে সংগহীত।

দানি পিকে। ১০ বছরের ছেলেটি ফুটবল বলতে পাগল। সম্প্রতি একটি স্থানীয় প্রতিযোগিতার ম্যাচে কর্নার থেকে গোল করেছে সে। জিরো অ্যাঙ্গেল গোলের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা। তাঁরা বলছেন, পিকের এই গোল মনে করিয়ে দিচ্ছে ব্রাজিলের তারকা ফুটবলার রবার্তো কার্লোসের কথা।

Advertisement

দানির বাবা আবু হাসিম ছেলের ব্যাপারে এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ফুটবল ওর সব থেকে পছন্দের খেলা। ও স্কুলে যাওয়ার সময় আমি ও আমার স্ত্রী ব্যাগ গুছিয়ে দিই। কিন্তু ফুটবল প্র্যাকটিস থাকলে ওর অ্যালার্মের দরকার হয় না। নিজে থেকেই উঠে পড়ে।’’

দানি এখন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ইতিমধ্যেই সে কেএফটিসি ক্লাবে যোগ দিয়েছে। সেখানে বড়দের সঙ্গেই পাল্লা দিয়ে ফুটবল খেলছে সে। তবে বার্সেলোনার ভক্ত দানির স্বপ্ন স্পেনে গিয়ে মেসির সঙ্গে দেখা করা। দেখুন জিরো অ্যাঙ্গেল গোলের ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: নির্ভয়া শুনানি চলাকালীন সংজ্ঞা হারালেন বিচারপতি

আরও পড়ুন: প্রেম দিবসে উড়ান সংস্থাগুলিকে ‘প্রেম নিবেদন’ দিল্লি বিমানবন্দরের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement