Viral Video

খাবার দিতে এসে ফুটপাতবাসীর কাছ থেকে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পাঠ পেল পুলিশ

লকডাউন অমান্যকারীদের ওই পথবাসীর দৃষ্টান্ত থেকে সচেতনার পাঠ নিতে বলছেন নেটাগরিকরা।   

Advertisement

সংবাদ সংস্থা 

কোঝিকোড় শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৫:২৯
Share:

পুলিশকে দূরত্ব বজায় রাখতে বলছেন ফুটপাতবাসী। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ঘর নেই, ফুটপাতে থাকেন তিনি। লকডাউনের সময় তাঁকে খাবার দিতে এসেছিল পুলিশ। কিন্তু তাঁর কাছে আসার চেষ্টা করতেই পুলিশকে সতর্ক করে দেন তিনি। বলেন সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে। এই ঘটনা সম্প্রতি ঘটেছে কেরলের কোঝিকোড়ে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তা দেখে লকডাউন অমান্যকারীদের, ওই পথবাসীর দৃষ্টান্ত থেকে সচেতনার পাঠ নিতে বলছেন নেটাগরিকরা।

Advertisement

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে ওই ফুটপাতবাসীর কাছে এলেন তিন পুলিশ কর্মী। ওই ব্যক্তি খাবারের দরকার কি না জানলেন ওই পুলিশ কর্মীরা। পেটে হাত বুলিয়ে তিনি বোঝালেন, ক্ষুধার্ত। এর পর খাবার নিয়ে পুলিশ কর্মীরা খাবার ও জলের বোতল দিতে গেলেন তাঁকে। তখনই পুলিশকর্মীদের হাত নেড়ে, কাছে না আসার জন্য বললেন তিনি। সঙ্গে সঙ্গে কেটে দিলেন দাগ। তাঁর কথা মতো পুলিশকর্মীরা খাবার-জল রেখে দিলেন সেখানে।

এই দেখেই অজ্ঞাতপরিচয় ওই ফুটপাতবাসীর দায়িত্বজ্ঞানের প্রশংসায় মেতেছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ঠিক মতো রেশন পাচ্ছেন না গরিবরা, লকডাউনেই প্রতিবাদ আজমেঢ়ের কাউন্সিলরদের

আরও পড়ুন: কিসের লকডাউন! ধুমধাম করে জন্মদিন পালন কর্নাটকের বিজেপি বিধায়কের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement