Uttar Pradesh

কথা বললেই স্টার্ট নিচ্ছে বাইক, বেরচ্ছে টাকাও! নেট দুনিয়ার নতুন সেনসেশন ‘টারজান’ বাইক

তার পর থেকে এই বাইককে ‘টারজান’ বলে ডাকা শুরু করেছে নেটদুনিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ১৯:৫৭
Share:

‘টারজান’ বাইক নিয়েই মেতেছে নেটদুনিয়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বাইক আরোহী কথা বলছেন আর বাইকের ‘এটিএম’ থেকে বেরিয়ে আসছে পাঁচ টাকার কয়েন। পছন্দের গানের নাম করলেই শুরু হয়ে যাচ্ছে গান। শুধু তাই নয়, ভয়েস কম্যান্ডে স্টার্টও নিচ্ছে। উপরের কথাগুলি আপনার বিশ্বাস হোক বা হোক এই সব বৈশিষ্ট্যযুক্ত বাইক নিয়েই এখন মাতোয়ারা নেটদুনিয়া। এই বাইকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। তার পর থেকে এই বাইককে ‘টারজান’ বলে ডাকা শুরু করেছে নেটদুনিয়া।

Advertisement

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাইকের হ্যান্ডলের পাশে রয়েছে মিনি এটিএম। মুখে বললেই সেখান থেকে বেরিয়ে আসছে পাঁচ টাকার কয়েন। টারজান বাইকের আরোহীর ভয়েস কম্যান্ডে গান শুরু হওয়ার পাশাপাশি নিচ্ছে স্টার্টও।

জানা গিয়েছে, বাইকটি উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা মহম্মদ সৈয়দের। কিন্তু এই বাইককে তিনিই এই ভাবে ডিজাইন করেছেন কি না, সে ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এমনকি এই ভিডিয়োর সত্যতাও আমরা যাচাই করিনি।

Advertisement

আরও পড়ুন: ভক্তদের মাথায় পা ঠেকিয়ে আশীর্বাদ! ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কে পুরোহিত

আরও পড়ুন: ফের শীর্ষে অম্বানী, ভারতের প্রথম ১০ ধনী কারা? দেখে নিন ফোর্বসের তালিকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement