বাসে ধাক্কাধাক্কি করছে পড়ুয়ারা। ছবি: টুইটার থেকে নেওয়া।
কাজের দিনে বাস-ট্রেন-মেট্রোতে ধাক্কাধাক্কি করে যাতায়াত দেশজুড়েই খুব চেনা ছবি। কিন্তু কর্নাটকে বাচ্চা ছেলে-মেয়েদেরবাসে ওঠার ধাক্কাধাক্কিরএই ছবিটা দেখলে যে কারও খারাপ লাগবে। ভিডিয়োতে দেখা যাচ্ছে ভর্তি একটি বাসের সিঁড়িতে ঝুলছে কিছু ছাত্রছাত্রী। কিন্তু তারপরেও কিছু পড়ুয়া বাসে ওঠার চেষ্টা করছে। চলছে ধাক্কাধাক্কি টানাটানি। পরিস্থিতি এমন যে দরজাও বন্ধ করা সম্ভব নয়।
গিরিশ আলভা নামে এক টুইটার হ্যান্ডলে ৪৪ সেকেন্ডের একটি ভিডিয়ো আপলোড করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস দাঁড়িয়ে রয়েছে। বাসটি পুরোটাই ভর্তি। দরজা দিয়ে কেউ উঠতে পারছে না। তার পরেও কিছু পড়ুয়া সেই বাসেই ওঠার চেষ্টা করছে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। দরজার সামনে থাকা কেউ কেউ নীচে দাঁড়িয়ে থাকা বন্ধুকে টেনে তোলার চেষ্টা করছে। তবে ভিডিয়োটির শেষ অংশ দেখে মনে হচ্ছে না নীচে দাঁড়িয়ে থাকা পড়ুয়ারা কোনও ভাবে তাতে উঠতে পারবে।
ভিডিয়োটির সঙ্গে পোস্টে লেখা হয়েছে, ‘স্বাধীনতার সাত দশক পরেও ছেলে মেয়েদের স্কুলে যেতে এত সমস্যায় পড়তে হচ্ছে। আমরা উত্তর চাই, কবে এই সমস্যার সমাধান হবে’। এই পোস্টে কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনকে ট্যাগ করা হয়েছে।
আরও পড়ুন : বিয়ে হয়ে গিয়েছে, মধুচন্দ্রিমার ছবি দিয়ে জানালেন রাখী সবন্ত
আরও পড়ুন : একরত্তি দিদির তাত্ক্ষণিক বুদ্ধির জোরে বেঁচে গেল ভাই!
ভিডিয়োটি ৩ অগস্ট পোস্ট হয়েছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রচুর মানুষ সেটি রিটুইট করেছেন। সমস্যার সমাধান কবে হবে এই প্রশ্নের জবাব চেয়েছেন তাঁরাও।