Viral Video

ভাল্লুকের তাড়ায় পালিয়ে গেল দু’টো বাঘ! অবাক করা ভিডিয়ো

তার তাড়া খেয়ে পালিয়ে যাচ্ছে বাঘ। তাও আবার একটি নয়। দু’টো বাঘ পিছু হঠল একটি ভল্লুকের সামনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১২:৪১
Share:

বাঘকে তাড়া করেছে ভল্লুক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বাঘের ভয়ে সন্ত্রস্ত থাকে বনের অন্য প্রাণীরা। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ফুটে উঠল সম্পূর্ণ উল্টো চিত্র। সেখানে দেখা গেল ভাল্লুকের মতো প্রাণী। যে তেমন জোরে দৌড়াতেই পারে না। তার তাড়া খেয়ে পালিয়ে যাচ্ছে বাঘ। তাও আবার একটি নয়। দু’টো বাঘ পিছু হঠল একটি ভল্লুকের সামনে।

Advertisement

ঘটনাটি সম্প্রতি ঘটেছে রাজস্থানের রণথম্ভোর ন্যাশনাল পার্কে। সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করেছেন পরিমল নাথওয়ানি। তিনি রাজ্যসভার একজন সাংসদ। ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘রাজস্থানে রণথম্ভোরে বাঘ ও স্লথ বিয়ারের অস্বাভাবিক সংঘর্ষ। প্রতাপ দেখানোর বদলে পালিয়ে গেল বাঘ!’’

এই ভিডিয়ো অবাক করেছে নেটিজেনদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘‘বনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ভাল্লুকটি। একটি বাঘ এগিয়ে গেল তার কাছে। ভাল্লুকও তাতে আমল না দিয়ে সরে গেল। বাঘটি তার কাছে যেতেই চেঁচিয়ে উঠল সে। ভারী শরীর নিয়েই শুরু করল তাড়া। ব্যস সঙ্গে সঙ্গে পিছিয়ে যেতে শুরু করল বাঘ। পিছনেই দাঁড়িয়ে ছিল অপর একটি বাঘ। ভল্লুকের তাড়া খেয়ে পিছিয়ে গেল অপর বাঘটিও।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: গণতন্ত্র সূচকে ১০ ধাপ নামল ভারত

আরও পড়ুন: সিএএ-তে স্থগিতাদেশ নয়, জানাল সুপ্রিম কোর্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement