রাহুল রাম। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে যখন প্রতিবাদে ফেটে পড়ে দেশ, তখন সেই আইনের প্রতিবাদে ‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে’ কবিতা লিখেছিলেন বরুণ গ্রোভার। তার পরই ভাইরাল হয়েছিল সেই পোস্ট। বরুণের সেই কবিতা এখন পরিণত হয়েছে স্লোগানে।
‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে’ কবিতাকে এ বার অন্য মাত্রা দিলেন ‘ইন্ডিয়ান ওশান’ ব্যান্ডের রাহুল রাম। নববর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই বরুণের কবিতায় সুর দিয়ে গান করলেন তিনি।
সীমা ছিস্ত্রি নামের এক টুইটার ইউজার টুইট করেছেন রাহুলের গানের সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখেছেন ১৫ হাজারের বেশি ইউজার। সেখানে স্টেজে বসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গিটার বাজাচ্ছেন রাহুল। আর গিটার বাজিয়েই ‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে’ গান করছেন তিনি। দেখুন রাহুলের গানের ভিডিয়ো—
আরও পড়ুন: কলেজের অনুষ্ঠানে শাড়ি পরে এসে বিশেষ বার্তা তিন ছাত্রের