মোটরবাইককেই ‘সুরক্ষা-কবচ’ তৈরি করলেন ওই ব্যক্তি।
করোনা থেকে বাঁচার জন্য প্রায়ই নিত্যনতুন উপায় খুঁজে বের করছেন সাধারণ মানুষ। রাস্তার লোকের সংস্পর্শ এড়াতে নিজের মোটরবাইককেই ‘সুরক্ষা-কবচ’ তৈরি করলেন এক ব্যক্তি। বাইকের দু’পাশে লোহার রড বসিয়ে চারদিকে প্লাস্টিক দিয়ে মু়ড়ে ফেলা হয়েছে। সেই অবস্থাতেই দিব্যি বাইক চালাচ্ছেন ওই ব্যক্তি।
পিছনে আবার একজন বসেছেন। তাঁর সঙ্গে যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা যায়, তার জন্য প্লাস্টিকের চেয়ারও বসানো হয়েছে বাইকের পিছনের সিটে। ওই চেয়ারেই বসেছেন পিছনের ব্যক্তি। ভিডিয়োটি নেটমাধ্যমে পোস্ট করেছেন আইপিএস অফিসার রূপীন সরকার। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।