পেট্রল পাম্পে সাপ ছেড়ে দিলেন ব্যক্তি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
পেট্রল পাম্পে গিয়ে বোতলে করে তেল নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা দিতে রাজি হননি ওই পাম্প কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে পেট্রল পাম্পের মালিকের ঘরে সাপ ছেড়ে দিলেন ওই ব্যক্তি।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বুলদানা জেলাতে। গোটা ঘটনাটি ধরা পড়েছে পেট্রল পাম্পের সিসিটিভি ক্যামেরায়। সেই সিসিটিভি ফুটেজই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাম্পের কেবিনে বসে আছেন এক মহিলা। এক ব্যক্তি এসে দরজা খুলে সেই ঘরে ঢুকলেন। ঢুকেই একটি ব্যাগ থেকে কয়েকটি সাপ বের করে ছেড়ে দিলেন ঘরে। এই পরিস্থিতিতেও শান্তভাবেই দাঁড়িয়ে পড়েন ওই মহিলা। ছেড়ে দেওয়ার পর সাপগুলি বেরিয়ে পালায় ঘর থেকে। তার পর ওই মহিলা ঘর থেকে বেরিয়ে যান। দেখুন সেই ভিডিয়ো—
জানা গিয়েছে, ওই ব্যক্তি দু’টি গোখরো ও একটি দাঁড়াশ সাপ ছেড়ে দিয়েছিলেন। সাপগুলি তার পর পাম্পেই ঘুরতে থাকে। পরে উদ্ধারকারী দল এসে সাপগুলিকে ধরে নিয়ে গিয়েছে।
আরও পড়ুন: উদ্বোধনের এক মাসের মাথায় বিহারে ভাঙল ২৬০ কোটি টাকার ব্রিজ
আরও পড়ুন: খেতের ফসল নষ্ট করে মার পুলিশের, আত্মহত্যার চেষ্টা দলিত দম্পতির